digit zero1 awards

BSNL এর প্রজাতন্ত্র দিবস অফার: 398 টাকার নতুন প্ল্যান লঞ্চ, বাড়ল দুটি প্ল্যানের অতিরিক্ত মেয়াদ

BSNL এর প্রজাতন্ত্র দিবস অফার: 398 টাকার নতুন প্ল্যান লঞ্চ, বাড়ল দুটি প্ল্যানের অতিরিক্ত মেয়াদ
HIGHLIGHTS

BSNL তার 2,399 টাকা এবং 1,999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়েছে

BSNL STV 398 এরও 30 দিনের ভ্যালিডিটির সাথে চালু করা হয়েছে

প্রজাতন্ত্র দিবস অফারের আওতায়, 2,399 টাকার প্ল্যানের সাথে 72 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে BSNL

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে তার দুটি নতুন প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়েছে এবং একটি নতুন প্ল্যানও লঞ্চ করেছে। BSNL তার 2,399 টাকা এবং 1,999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়েছে। এটি ছাড়াও STV 398 এরও 30 দিনের ভ্যালিডিটির সাথে চালু করা হয়েছে। এই তিনটি প্ল্যানের সাথে BSNL তার FUP লিমিট সরিয়ে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এখন আর প্রতিদিন কল করার জন্য 250 মিনিটের লিমিট থাকবে না। সহজ কথায় বলতে গেলে, এখন আপনি সম্পূর্ণ আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।

1,999 টাকার প্ল্যানের সুবিধা

BSNL এর এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিনের তবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই প্ল্যানের মেয়াদ 21 দিন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এবার এই প্ল্যানের বৈধতা এখন 386 দিন হয়ে গিয়েছে। অতিরিক্ত বৈধতার সাথে অফারটি 31 জানুয়ারি, 2021 পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ যদি আপনি 31 জানুয়ারী 2021 এর মধ্যে এই রিচার্জ করেন তবে আপনি 386 দিনের ভ্যালিডিটি পাবেন।

প্ল্যানের অন্যান্য সুবিধা সম্পর্কে কথা বললে এতে আপনি সমস্ত নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 3GB ডেটা। এই প্ল্যানের সাথে প্রতিদিন 100 SMS ফ্রি পাঠানো যাবে। এর পাশাপাশি 365 দিনের জন্য Eros Now এবং 60 দিনের জন্য Lokdhun এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

2,399 টাকার প্ল্যানে 72 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি

প্রজাতন্ত্র দিবস অফারের আওতায়, 2,399 টাকার প্ল্যানের সাথে 72 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে সংস্থা। এই প্ল্যানে নতুন অফারের সাথে  মোট বৈধতা পাওয়া যাবে 437 দিনের, যা আগে ছিল 365 দিন। এই প্ল্যানের সাথে প্রজাতন্ত্র দিবসের অফার কেবলমাত্র 31 মার্চ 2021 পর্যন্ত। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং 3GB ডেটা পাওয়া যাবে। এর পাশাপাশি প্ল্যানে 365 দিনের জন্য Eros Now এর সাবস্ক্রিপশনও পাবে।

STV 398 এর সুবিধা

BSNL তার STV 398 এর একটি প্ল্যানে রয়েছে আনলিমিটেড ডেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই প্ল্যানে প্রতিদিনের কোনও ডেটা লিমিট নেই, আপনি নিজের পছন্দ মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সমস্ত নেটওয়ার্কে পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo