BSNL বা Bharat Sanchar Nigam Limited হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। এই সংস্থার তরফে দেশের অন্যান্য প্রাইভেট সংস্থাগুলোকে টেক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি BSNL -এর তরফে 74, 104, 135 এবং 395 টাকার যে চারটি প্ল্যান ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হল। কিন্তু এখন প্রশ্ন হল কেন সরানো হল এই চার প্ল্যান। আসলে সংস্থার তরফে বলা হচ্ছে যে এই প্ল্যান গুলো তেমন জনপ্রিয় ছিল না গ্রাহকদের মধ্যে। পাশাপাশি কোম্পানিও কোনও সুবিধা পাচ্ছিল না এই প্ল্যান গুলোর থেকে। তাই এগুলোকে সরিয়ে দেওয়া হল। মনে করা হচ্ছে আগামীতে BSNL এর তরফে অন্যান্য আরও প্ল্যান আনা হবে এই প্ল্যান গুলোর বদলে যাতে গ্রাহকদের সুবিধা হয়।
ইতিমধ্যেই দেশে 5G লঞ্চ করে গিয়েছে। 2022 সালের অক্টোবর মাসে এই পঞ্চম জেনারেশনের পরিষেবার উদ্বোধন করা হয়। কিন্তু বর্তমানে এই টেলিকম সংস্থা দেশে তাদের 4G পরিষেবা পৌঁছে দিচ্ছে। আর মনে করা হচ্ছে এরা আগামী বছরের মধ্যেই 5G পরিষেবা দেশে চালু করে দেবে। আর তাই এই সংস্থার নতুন পদক্ষেপ হয়তো নতুন প্ল্যান শুরু করার মধ্যে দিয়েই হতে চলেছে।
71 টাকার প্ল্যান: এই প্ল্যানে প্রতি মিনিট কথা বলার জন্য 30 পয়সা করে খরচ হতো। এখানে কোনও ফ্রি কল বা মেসেজের সুবিধা ছিল না। 30 দিনের জন্য এখানে মাত্র 20 টাকার ব্যবহারযোগ্য ভ্যালু মিলত। অতিরিক্ত কোনও সুবিধা তো ছিলই না।
104 টাকার প্ল্যান: এই প্ল্যানে 18 দিনের বৈধতা মিলত সঙ্গে ডিসকাউন্ট কুপন যার মূল্য থাকত 99 টাকার।
135 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা 1440 মিনিট ফ্রি কথা বলতে পারতেন নেট অন বা অফ করে। তবে গ্রাহকরা এখানে কোনও ডেটা বেনিফিট পেতেন না। এখানে 24 দিনের বৈধতা ছিল।
395 টাকার প্ল্যান: এটি একটি বিশেষ ট্যারিফ ভাউচার প্ল্যান ছিল যেখানে 3000 মিনিটের নেট অন করে কথা বলার সুযোগ মিলত, আর নেট ছাড়া 1800 মিনিটের। তবে এখানে প্রতি মিনিট কথা বলার জন্য ব্যবহারকারীকে 20 পয়সা খরচ করতে হতো। সঙ্গে 2 GB ডেটাও মিলত এখানে রোজ। এটির বৈধতা 71 দিনের ছিল। হাইস্পিড ডেটার দৈনিক কোটা ফুরিয়ে গেলে স্পিড কমে 80 KBPS- এ নেমে আসত।
1. বর্তমানে BSNL -এর তরফে ফেস্টিভ ধামাকা অফার হিসেবে দুটো STV প্ল্যান এনেছে, একটি 269 টাকার, আরেকটি 769 টাকার।
2. এর মধ্যে 269 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং সহ রোজ 2 GB ডেটা, 100টা মেসেজ পাঠানোর সুবিধা, BSNL টিউন, Eros Now- এর সাবস্ক্রিপশন সহ আরও অনেক সুবিধা মিলবে।
3. অন্যদিকে 769 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং সহ রোজ 2 GB ডেটা, 100টা মেসেজ পাঠানোর সুবিধা, BSNL টিউন, Eros Now, Zing- এর সাবস্ক্রিপশন সহ আরও অনেক সুবিধা মিলবে 90 দিনের জন্য।