BSNL গ্রাহকদের বড় ধাক্কা, সস্তা রিচার্জ প্ল্যানের কমিয়ে দিল সুবিধা

Updated on 18-Jun-2024
HIGHLIGHTS

সরকারী টেলিকম কোম্পানি BSNL তার একটি প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি কম করে দিয়েছে

প্রথম এই প্ল্যানে 35 দিনের ভ্যালিডিটি অফার করা হত

অন্যান্য প্রাইভেট কোম্পানি Jio, Airtel এর তুলনায় এখনও এই প্ল্যান অনেকটা সস্তা

সরকারী টেলিকম কোম্পানি BSNL তার 88 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি কম করে দিয়েছে। প্রথমে এই প্ল্যানে 35 দিনের ভ্যালিডিটি অফার করা হত। তবে এখন এটি কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য প্রাইভেট কোম্পানি Jio, Airtel এর তুলনায় এখনও এই প্ল্যান অনেকটা সস্তা।

এই ক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে বিএসএনএল চুপিসারে তার প্ল্যানের দাম বাড়িয়ে দিতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল ৮৮ টাকার প্ল্যানে কী বদল করছে।

আরও পড়ুন: Airtel Prepaid Plan: 56 দিনের Amazon Prime সহ 20টির বেশি ফ্রি OTT এবং 168 জিবি ডেটা, জানুন খরচ কত

BSNL 88 টাকার প্ল্যানে কী সুবিধা বদল করা হয়েছে

আগামী কয়েকদিনের মধ্যে BSNL 4G পরিষেবা শুরু করতে চলেছে

বিএসএনএল এর এই প্ল্যানে প্রথম 35 দিনের ভ্যালিডিটি দেওয়া হত, কিন্তু এখন এটি কমিয়ে 30 দিন করে দেওয়া হয়েছে। মনে করিয়ে দি যে বিএসএনএল আগামী কয়েকদিনের মধ্যে BSNL 4G পরিষেবা শুরু করতে চলেছে।

বিএসএনএল ৮৮ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে

কোম্পানির তরফে ৮৮ টাকার প্ল্যানে 30 দিনের সার্ভিস ভ্যালিডিটি দেওয়া হয়ে। গ্রাহকদের 10 পয়সা প্রতি মিনিট হিসেবে চার্জ করা হয়। অফ নেট কলের জন্য 30 পয়সা প্রতি মিনিট হিসেবে চার্জ করা হয়ে। তবে বলে দি যে কোম্পানি এই প্ল্যানে কোনো ডেটা অফার করছে না।

আরও পড়ুন: 84 days Validity Plans: মাত্র 395 টাকা থেকে শুরু Jio, Airtel, Vodafone এর প্রিপেইড প্ল্যান, জানুন কে দিচ্ছে বেশি সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :