Jio, Airtel এর তুলনায় BSNLর একাধিক এমন প্ল্যান আছে যেখানে আপনি সস্তায় অতিরিক্ত ডেটা পাবেন
এই টেলিকম সংস্থার 7টি এমন প্ল্যান আছে যেখানে 100 টাকার কমে অতিরিক্ত ডেটা পাওয়া যায়
এই প্ল্যানগুলো আপনি মাত্র 13, 56 ইত্যাদি টাকায় পেয়ে যাবেন
আর কিছুদিনের মধ্যেই দেশে 5G পরিষেবা চালু হতে চলেছে। সেখানেও সমস্ত টেলিকম সংস্থার মধ্যে জোর টক্কর চলছে যে কে আগে এই পরিষেবা আনবে এবং কে তার গ্রাহকের জন্য কত অফার দেবে। এছাড়া 4G ডেটা প্যাক নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। গ্রাহকদের আকর্ষিত করতে একের পর এক প্যাক, অফার আনতেই থাকে এই টেলিকম সংস্থাগুলো। তবে যে যত যাই করুক না কেন, ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এই ব্যাপারে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছে।
খুব শীঘ্রই এই টেলিকম সংস্থা 4G পরিষেবা আনতে চলেছে। ফলে গ্রাহকরা এখন বেশি পরিমাণে এই টেলিকম সংস্থার উপর ভরসা রাখছে। তবে আপনি কি জানেন BSNL এর এমন বেশ কিছু প্যাক আছে যেখানে ডেটা শেষ হয়ে যাওয়ার পর রিচার্জ করলে অতিরিক্ত ডেটা পাওয়া যায় যা Jio, Airtel, Vodafone Idea এর তুলনায় অনেকটাই কম খরচে সম্ভব হয়।
BSNL এর দু্র্দান্ত 7 প্ল্যান:
13 টাকার প্ল্যান: এই প্ল্যানটি রিচার্জ করলে 2 GB অতিরিক্ত ডেটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিদিটি কেবল একদিন।
56 টাকার প্ল্যান: এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা 10GB অতিরিক্ত ডেটা পাবেন, এই প্ল্যানের বৈধতা 10 দিন।
68 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 1.5 করে ডেটা প্রতিদিন 28 দিনের জন্য
75 টাকার প্ল্যান: এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পাবেন অতিরিক্ত 2GB ডেটা 30 দিনের জন্য, এছাড়াও তাঁরা পাবেন ভয়েস কল সহ অন্যান্য সুবিধা।
94 টাকার প্ল্যান: এই প্ল্যানটি 45 দিনের জন্য বৈধ যেখানে গ্রাহকরা পাবেন 3 GB অতিরিক্ত ডেটা।
97 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন রোজ 2 GB করে ডেটা ব্যবহার করার সুযোগ। এই প্ল্যানের বৈধতা 15 দিন।
98 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন রোজ 2 GB করে ডেটা ব্যবহার করার সুযোগ। এই প্ল্যানের বৈধতা 22 দিন।