BSNL মাধ্যমে গ্রামগুলিতে পৌঁছে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবা৷ এখনও পর্যন্ত ১০,৫১৪টি গ্রামে এর কাজ শুরু হয়ে গিয়েছে৷
কেন্দীয় সরকার দেশ কে আরো উন্নত করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে৷ এবার গ্রামঞ্চলের মানুষের কাছে ওয়াই-ফাই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নতুন পদক্ষেপ নিল সরকার৷ মধ্যপ্রদেশের ১৫,০০০ গরামে ২০১৭ সালের মধ্যে ওয়াই-ফাই পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সরকারের তরফে৷
BSNL মাধ্যমে গ্রামগুলিতে পৌঁছে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবা৷ এখনও পর্যন্ত ১০,৫১৪টি গ্রামে এর কাজ শুরু হয়ে গিয়েছে৷ ভোপাল সার্কেলের বিএসএনএল-এর চিফ ম্যানেজার জি সি পাণ্ডে জানিয়েছেন, ২০১৭ সালের শেষ অবধি আর ১৫,০০০ গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ ভারত নেট ফান্ডের চতুর্দশ কমিশনের তরফে এই প্রজেক্টের টাকা জোগান দেওয়া হবে৷
মাসে ১০০ টাকার মূল্যে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পাবেন সকলে৷ ২০১৭ জুন মাসের মধ্যে ১৫,০০০ গ্রামে ৮০-১০০mbps কানেক্টিভিটি পৌঁছে দেওয়া হবে৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামাঞ্চের সকল মানুষকে ইন্টারনেট পরিষেবা নিয়ে সচেতন করা৷ ডিজিটাল ইকোনমি গড়তে এই পদক্ষেপ সাহায্য করবে৷