BSNL মাধ্যমে ১৫,০০০ গ্রামে ২০১৭ সালের মধ্যে পৌঁছবে ওয়াই-ফাই
BSNL মাধ্যমে গ্রামগুলিতে পৌঁছে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবা৷ এখনও পর্যন্ত ১০,৫১৪টি গ্রামে এর কাজ শুরু হয়ে গিয়েছে৷
কেন্দীয় সরকার দেশ কে আরো উন্নত করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে৷ এবার গ্রামঞ্চলের মানুষের কাছে ওয়াই-ফাই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নতুন পদক্ষেপ নিল সরকার৷ মধ্যপ্রদেশের ১৫,০০০ গরামে ২০১৭ সালের মধ্যে ওয়াই-ফাই পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সরকারের তরফে৷
আরও দেখুন : HMD গ্লোবাল অবশেষে নকিয়া 6 স্মার্টফোন কে লঞ্চ করে
BSNL মাধ্যমে গ্রামগুলিতে পৌঁছে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবা৷ এখনও পর্যন্ত ১০,৫১৪টি গ্রামে এর কাজ শুরু হয়ে গিয়েছে৷ ভোপাল সার্কেলের বিএসএনএল-এর চিফ ম্যানেজার জি সি পাণ্ডে জানিয়েছেন, ২০১৭ সালের শেষ অবধি আর ১৫,০০০ গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ ভারত নেট ফান্ডের চতুর্দশ কমিশনের তরফে এই প্রজেক্টের টাকা জোগান দেওয়া হবে৷
মাসে ১০০ টাকার মূল্যে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পাবেন সকলে৷ ২০১৭ জুন মাসের মধ্যে ১৫,০০০ গ্রামে ৮০-১০০mbps কানেক্টিভিটি পৌঁছে দেওয়া হবে৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামাঞ্চের সকল মানুষকে ইন্টারনেট পরিষেবা নিয়ে সচেতন করা৷ ডিজিটাল ইকোনমি গড়তে এই পদক্ষেপ সাহায্য করবে৷
আরও দেখুন : 24MP ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন 835 প্রসেসর এর সঙ্গে নকিয়া 8 হবে লঞ্চ
আরও দেখুন : আইআরসিটিসি রেলওয়ে অ্যাপ্লিকেশন দ্বারা টিকিট বুকিং হবে আরও সহজ
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile