Prepaid Plan: প্রতিদিন 2 টাকার খরচে 300 দিনের ভ্যালিডিটি, রোজ 2GB ডেটা, Jio-Airtel কে দিচ্ছে টেক্কা

Prepaid Plan: প্রতিদিন 2 টাকার খরচে 300 দিনের ভ্যালিডিটি, রোজ 2GB ডেটা, Jio-Airtel কে দিচ্ছে টেক্কা
HIGHLIGHTS

এই দুর্দান্ত প্ল্যানে আপনি প্রতিদিন 2.65 টাকার খরচে পুরো 300 দিনের ভ্যালিডিটি পাবেন

BSNL এর এই প্ল্যানের দাম 797 টাকা

এই প্ল্যানের আওতায় আগে 365 দিনের ভ্যালিডিটি কমিয়ে 300 দিন করে দেওয়া হয়েছে

বাজেট কম এবং বেশি ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান খুঁজছেন? তবে এই খবর আপনার কাজে আসতে পারে। এই খবরে আমরা এমন একটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলবো, যা Jio এবং Airtel কোম্পানিকে টেক্কা দিচ্ছে। আমরা কথা বলছি BSNL Prepaid Plan এর।

এই দুর্দান্ত প্ল্যানে আপনি প্রতিদিন 2.65 টাকার খরচে পুরো 300 দিনের ভ্যালিডিটি পাবেন। BSNL এর এই প্ল্যানের দাম 797 টাকা। কোম্পানির এই প্ল্যানটি পুরানো। এই প্ল্যানের আওতায় আগে 365 দিনের ভ্যালিডিটি কমিয়ে 300 দিন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: OnePlus 12R এর স্পেসিফিকেশন লিক, 8GB RAM, 50MP ক্যামেরা সহ করবে এন্ট্রি

BSNL Cheapest Plan
BSNL Cheapest Plan

কোম্পানি তার এই প্ল্যানে পাওয়া সুবিধাগুলিতে কোনও পরিবর্তন করেনি। আপনার কাছে যদি বিএসএনএল এর সিম থাকে এবং সিম এক্টিভেট রাখতে কম খরচে এটি ভাল বিকল্প হতে পারে। আসুন দেখে নেওয়া যাক এই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।

797 টাকার Prepaid Plan-এ আপনি কী পাবেন?

বিএসএনএল এর 797 টাকার প্ল্যানটি এখন 300 দিনের মোট ভ্যালিডিটির সাথে আসে। হিসেব অনুযায়ী, প্ল্যানে প্রতিদিনের খরচ 2.65 টাকা পরবে। প্ল্যানে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে আগে 60 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS বিনামূল্যে পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 2GB ডেটাও। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পরে স্পিড লিমিট 40kbps হয়ে যাবে।

Prepaid Plan
Prepaid Plan

আপনার সিম কার্ডটি বাকি 240 দিন পর্যন্ত এক্টিভ থাকবে। তবে বলে দি যে এই কয়েকদিন ভয়েস কলিং এবং ডেটা সুবিধা পাবেন না গ্রাহকরা। আপনি যদি ডেটা বা ভয়েস কলিং চান তবে আপনাকে আলাদাভাবে রিচার্জ করতে হবে।

আরও পড়ুন: WhatsApp New Update: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস করা যাবে এবার ইনস্টাগ্রামে শেয়ার, আসছে নতুন আপডেট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo