digit zero1 awards

BSNL , 186 টাকার প্রিপেড প্ল্যানে এবার 3.2GB ডাটা প্রতিদিন পাওয়া যাচ্ছে

BSNL , 186 টাকার প্রিপেড প্ল্যানে এবার 3.2GB ডাটা প্রতিদিন পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এবার BSNL তাদের একটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে আর এই প্ল্যানে আপনারা প্রায় 2.2GB এক্সট্রা ডাটা প্রতিদিন পাবেন আর এই অফারটি ফেস্টিভ সিজেনে লঞ্চ করা হয়েছে

এবার BSNL বিগত বেশ কিছু সময় ধরে অনেক রিচার্জ প্ল্যান লঞ্চ করবে আর কোম্পানি তাদের কিছু পোস্টপেড প্ল্যানে পরিবর্তন করেছে আর কিছু নতুন প্ল্যান লঞ্চও করেছে। আর এই প্ল্যানে আপআন্রা প্রায় 2.2GB এক্সট্রা ডাটা প্রতিদিনের হিসাবে পাবেন।

আমরা যদি 186 টাকার প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এতে 3.2Gb প্রতিদিনের ডাটা পাওয়া যাচ্ছে আর এর বৈধতা তে কোন পরিবর্তন করা হয়নি। আর এর মানে এই যে আপনারা BSNL য়ের তরফে কোন 200 টাকার প্ল্যানে 89 6GB ডাটা অফার করছে। আর 198 টাকার প্ল্যানে 5GB ডাটা পাচ্ছেন।

এই অফারটি BSNL য়ের কিছু বাছাই করা প্ল্যানে আসবে। আর আপনাদের বলে রাখি যে এই আনলিমিটেড প্ল্যান ভাউচারে আসবে। আর এই লিস্টিংয়ে 186, 429, 485,666, 999 টাকার প্ল্যান। আর এর সঙ্গে আপনারা কোন FUP লিমিট পাচ্ছেন না। এতে যে কোন  নেটওয়ার্কে আনলিমিটেড প্ল্যান পাওয়া যাচ্ছে। তবে দিল্লি আর মুম্বাইতে এই মোবাইল প্ল্যানের অফার থকাছেনাআ। আর এই প্ল্যানের ডাটাতে কিছু পরিবর্তন করা হবে।

আর আপনাদের বলে রাখি যে 28 দিনের বৈধতার সঙ্গে 1GB ডাটা পাওয়া যাচ্ছে। আর আমারা যদি 429 টাকার প্ল্যানের কথা বলি তবে এটি 81 দিনের জন্য 1GB ডাটা দিচ্ছে। আর আপ্ন্রা 485 টাকার প্ল্যানে 1.5Gb 90 দিনের জন্য পাবেন। আর 666 টাকার প্লায়নে 1.5Gb ডাটা প্রতিদিনের হিসাবে 129 দিনের জন্য পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে 999 টাকার প্ল্যানে আপনারা 1Gb ডাটা প্রতিদিনের হিসাবে পাবেন। তবে এতে কোন FUP লিমিট নেই।

 এবার BSNL বিগত বেশ কিছু সময় ধরে অনেক রিচার্জ প্ল্যান লঞ্চ করবে আর কোম্পানি তাদের কিছু পোস্টপেড প্ল্যানে পরিবর্তন করেছে আর কিছু নতুন প্ল্যান লঞ্চও করেছে। আর এই প্ল্যানে আপআন্রা প্রায় 2.2GB এক্সট্রা ডাটা প্রতিদিনের হিসাবে পাবেন।

আমরা যদি 186 টাকার প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এতে 3.2Gb প্রতিদিনের ডাটা পাওয়া যাচ্ছে আর এর বৈধতা তে কোন পরিবর্তন করা হয়নি। আর এর মানে এই যে আপনারা BSNL য়ের তরফে কোন 200 টাকার প্ল্যানে 89 6GB ডাটা অফার করছে। আর 198 টাকার প্ল্যানে 5GB ডাটা পাচ্ছেন।

এই অফারটি BSNL য়ের কিছু বাছাই করা প্ল্যানে আসবে। আর আপনাদের বলে রাখি যে এই আনলিমিটেড প্ল্যান ভাউচারে আসবে। আর এই লিস্টিংয়ে 186, 429, 485,666, 999 টাকার প্ল্যান। আর এর সঙ্গে আপনারা কোন FUP লিমিট পাচ্ছেন না। এতে যে কোন  নেটওয়ার্কে আনলিমিটেড প্ল্যান পাওয়া যাচ্ছে। তবে দিল্লি আর মুম্বাইতে এই মোবাইল প্ল্যানের অফার থকাছেনাআ। আর এই প্ল্যানের ডাটাতে কিছু পরিবর্তন করা হবে।

আর আপনাদের বলে রাখি যে 28 দিনের বৈধতার সঙ্গে 1GB ডাটা পাওয়া যাচ্ছে। আর আমারা যদি 429 টাকার প্ল্যানের কথা বলি তবে এটি 81 দিনের জন্য 1GB ডাটা দিচ্ছে। আর আপ্ন্রা 485 টাকার প্ল্যানে 1.5Gb 90 দিনের জন্য পাবেন। আর 666 টাকার প্লায়নে 1.5Gb ডাটা প্রতিদিনের হিসাবে 129 দিনের জন্য পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে 999 টাকার প্ল্যানে আপনারা 1Gb ডাটা প্রতিদিনের হিসাবে পাবেন। তবে এতে কোন FUP লিমিট নেই।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo