স্বল্প দিনের বৈধতা যুক্ত প্যাক খুঁজছেন? BSNL-এর এই প্রিপেইড প্ল্যানগুলো দেখুন

স্বল্প দিনের বৈধতা যুক্ত প্যাক খুঁজছেন? BSNL-এর এই প্রিপেইড প্ল্যানগুলো দেখুন
HIGHLIGHTS

BSNL তাদের এমন একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে থাকে যেগুলোর দাম 100 টাকার মধ্যে

যাঁরা ধরুন কম দিন যেমন 20 দিনের বৈধতা যুক্ত প্ল্যান চান তাহলে জন্য এই প্ল্যানগুলো ভীষণই আদর্শ

BSNL-এর এই প্ল্যানগুলো গ্রাহকদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়

Bharat Sanchar Nigam Limited বা BSNL-এর তরফে তাদের গ্রাহকদের জন্য এমন অনেক প্ল্যান অফার করে থাকা হয় যেগুলোর দাম 100 টাকার মধ্যে। আর এই প্ল্যানগুলো সাধারণত 20 দিন বা তার কোমর বৈধতা নিয়ে আসে। ফলে যাঁরা কম টাকায় কম দিনের জন্য বৈধতা খুঁজছেন তাঁদের জন্য এই প্ল্যানগুলো ভীষণই আদর্শ হয়। আজ এই প্রতিবেদনে এমনই কটি প্ল্যান দেখে নিন BSNL এর যেগুলোর দাম 100 টাকার মধ্যেই আবার সঙ্গে অল্প দিনের বৈধতাও মিলবে। 

BSNL এর প্রিপেইড প্ল্যান 20 দিনের মধ্যে বৈধতা সহ

BSNL এমন তিনটি প্ল্যান অফার করে থাকে যেগুলোর বৈধতা 20 দিন বা তার কম। আর এক প্ল্যানগুলোর দামও সব 100 টাকার মধ্যে। এই তিনটি প্ল্যানের মূল্য হল 87, 97 এবং 99 টাকা। যাঁরা কয়েকদিনের জন্য কিছু সুবিধা চান তাঁদের জন্যই এই প্ল্যান আদর্শ। BSNL দীর্ঘদিন ধরে এই প্ল্যান অফার করে আসছে, আর এটার বেশ ভালো একটা গ্রাহক আছে। 

87 টাকার প্ল্যান: এখানে গ্রাহকরা পেয়ে যাবেন 14 দিনের বৈধতা। এখানে রোজ 1 GB করে ডেটা মিলবে সঙ্গে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এখানে কোনও ফ্রি মেসেজ পাঠানোর সুবিধা নেই। তবে One97 কমিউনিকেশনের তরফে গেমিংয়ের সুযোগ পাবেন। 

BSNL Prepaid plans less than 20 days validity

97 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 15 দিনের বৈধতা সহ রোজ 2 GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া লোকধুন কনটেন্ট দেখারও সুযোগ মিলবে। এখানেও ফ্রি মেসেজ পাঠানোর কোনও সুবিধা নেই। 

99 টাকার প্ল্যান: এখানে 18 দিনের বৈধতা মিলবে। এখানে গ্রাহকরা কেবল মাত্র  আনলিমিটেড কল করার সুবিধা পাবেন, কোনও মেসেজ বা ডেটা বেনিফিট মিলবে না এখানে। যাঁরা BSNL এর সিম কেবল কথা বলার জন্য ব্যবহার করেন তাঁদের জন্য এটা আদর্শ।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo