BSNL -এর তরফে সম্প্রতি তাদের সমস্ত প্রিপেইড প্ল্যানকে রিভাইস করা হচ্ছে। তবে এই কথাও ঠিক যে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার তরফে একগুচ্ছ দারুন প্ল্যান অফার করা হয়ে থাকে তাদের গ্রাহকদের জন্য। অন্যদিকে Bharat Sanchar Nigam Limited বা BSNL -এর তরফে এখন দেশে 4G লঞ্চ করার তোড়জোড় করে হচ্ছে। যদিও ইতিমধ্যে একাধিক জায়গায় এই পরিষেবা চালু করা হয়েছে এই সংস্থার তরফে। আপনি যদি এই BSNL- এর 4G উপলব্ধ জায়গাগুলোতে থেকে থাকেন তাহলে আপনি তাদের এই দুর্দান্ত ডেটা প্ল্যানগুলোকে ব্যবহার করে দেখতে পারেন। যদি 3G উপলব্ধ জায়গাতে থাকেন তাহলেও বেছে নিন এই ডেটা যুক্ত প্ল্যানকে। BSNL -এর তরফে একটি বার্ষিক প্ল্যান অফার করা হয় 1,515 টাকায়। যেখানে বিপুল ডেটা মেলে।
আপনি যদি বারবার রিচার্জ করিয়ে হয়রান হয়ে যান। এবং এই প্রতি মাস বা ত্রৈমাসিক রিচার্জ করিয়ে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন এবং কোনও বার্ষিক প্ল্যানের খোঁজ করে থাকেন তাহলে আপনি BSNL -এর বিপুল ডেটা যুক্ত এই বার্ষিক প্ল্যান বেছে নিতে পারেন। এটি 1,515 টাকায় কেনা যাবে।
1. যাঁরা BSNL- এর প্রিপেইড গ্রাহকরা তাঁরা 1,515 টাকা দিয়ে এই প্ল্যান রিচার্জ করলে 365 দিনের জন্য রোজ 2 GB করে ডেটা পাবেন। এখানে হাই স্পিড ডেটা মিলবে। তবে এই হাই স্পিড ডেটার কোটা ফুরিয়ে গেলেও আপনি আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন কিন্তু স্পিড কমে যাবে 40 KBPS -এ।
2. এই 1,515 টাকার প্ল্যান গ্রাহকরা মোট 730 GB হাই স্পিড ডেটা পেয়ে যাবেন।
3. হিসেব করলে দেখা যাবে, আপনি সারা বছর ধরে প্রতি GB ডেটা মাত্র 2 টাকায় পেয়ে যাবেন। আপনার যদি কোনও ডেটা অব্যবহৃত থাকে তাহলে আপনি সেটা পরেরবার রিচার্জ করলে তার সঙ্গে সেটা যুক্ত হয়ে যাবে। আপনি যদি ডেটা ওনলি প্ল্যান খুঁজে থাকেন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ।
এই বিষয়ে বলে রাখা ভালো, BSNL এবং MTNL মার্জ করা হতে চলেছে। যদিও BSNL -এর তরফে কিছু আপত্তি তোলা হয়েছে। বলা হয়েছে সরকারের তরফে এই মার্জ করার আগে সমস্ত লিগ্যাসি ক্লিয়ার করতে হবে।