আপনি যদি দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি পেতে চান, তবে এই খবরটি আপনার কাজে আসবে। সরকারী টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের দুর্দান্ত অফার দিচ্ছে। বিএসএনএল তার গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন অফার নিয়ে হাজির হয়। বিএসএনএল তার গ্রাহকদের একটি সস্তা রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে।
বলে দি যে সরকারী টেলিকম কোম্পানি নতুন বছর 2025 এর উপলক্ষে তার একটি বার্ষিক রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে। শুধু তাই নয়, কোম্পানি এই রিচার্জে সাথে অতিরিক্ত ডেটাও অফার করছে। এখন বিএসএনএল তার এই রিচার্জ প্ল্যানে 12 মাসের ভ্যালিডিটির বদলে 14 মাসের ভ্যালিডিটি দেওয়া হবে। শুধু তাই নয়, ডেটাও আগের তুলনায় বেশি পাওয়া যাবে, যার জন্য কোম্পানি কোনো আলাদা খরচও নিচ্ছে না।
আরও পড়ুন: OnePlus 13 এবং OnePlus 13R ভারতে লঞ্চ, 6000mAh ব্যাটারি এবং 50MP Hasselblad ক্যামেরা লেন্স রয়েছে
বিএসএনএল এর পোর্টফলিওতে 2399 টাকার একটি দুর্দান্ত প্ল্যান রয়েছে। কোম্পানি এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 395 দিনের ভ্যালিডিটি অফার করে। কিন্তু নিউ ইয়ারের উপলক্ষে কোম্পানি এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে।
এখন এই রিচার্জ প্ল্যানে কোম্পানি 395 দিনের বদলে 425 দিনের ভ্যালিডিটি অফার করছে। তবে বলে দি যে এই অফার সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। গ্রাহকার অতিরিক্ত ভ্যালিডিটি এবং অতিরিক্ত ডেটা সুবিধা মাত্র 16 জানুয়ারি পর্যন্ত নিতে পারবেন।
আপনি যদি 16 জানুয়ারির পর বিএসএনএল এর 2399 টাকার প্ল্যান কেনেন তবে আপনি মাত্র 395 দিনের ভ্যালিডিটি পাবেন। এই হিসেবে আপনি কম খরচে বার বার রিচার্জ থেকে মুক্তি পেয়ে 14 মাসের ভ্যালিডিটি পাবেন। সুবিধা হিসেবে এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে থাকবে 2 জিবি ডেটা প্রতিদি পাবেন। আপনি পুরো ভ্যালিডিটিতে মোট 850 জিবি হাই স্পিড ডেটা সুবিধা পাবেন।
সরকারী কোম্পানির এই রিচার্জের প্রতিদিনে খরচ পড়বে মাত্র 5 টাকা, যেখানে ফ্রি কলি, 2 জিবি ডেটা এবং 100 SMS ফ্রি মতো সুবিধা পাবেন।