প্রাইভেট টেলিকম কোম্পানি Reliance Jio, Airtel এবং Vodafone Idea এর মোবাইল রিচার্জের দাম বাড়ানো পরেই গ্রাহকদের মধ্যে BSNL এর চাহিদা বেড়েছে। তবে সম্প্রতি বিএসএনএল ঘোষনা করেছে যে কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে না। তবে Diwali 2024 উপলক্ষে ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের একটি বিশেষ অফার দিচ্ছে। এই অফারের আওতায় কোম্পানি প্রতিটি রিচার্জ প্ল্যানের গ্রাহকদের অতিরিক্ত ছাড় দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলির বিষয়।
আসলে, বিএসএনএল তার X (টুইটার) সাইটে জানিয়েছে যে 249 টাকার বেশির সমস্ত রিচার্জ প্ল্যানে কোম্পানি 2 শতাংশ ছাড় দেবে। তবে এখানে একটি শর্ত আছে। গ্রাহকদের এই সুবিধা পেতে BSNLSelfcare App থেকে রিচার্জ করতে হবে। এটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন: Xiaomi 15 Series লঞ্চ, Snapdragon 8 Elite, 50MP এর তিনটি ক্যামেরা সহ বড় ব্যাটারি রয়েছে ফোনে
বিএসএনএল এর এই রিচার্জে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। এতে প্রতিদিন 2 জিবি ডেটা এবং 30 দিনের ভ্যালিডিটি দিচ্ছে কোম্পানি। এছাড়া এতে 100 SMS এর সুবিধা থাকছে প্রতিদিন। কোম্পানি এই রিচার্জ প্ল্যানে আরও একগুচ্ছ সুবিধা অফার করছে।
300 টাকার কম খরচে বিএসএনএল এই রিচার্জ 52 দিনের ভ্যালিডিটি দেয়। এতে আনলিমিটেড কলিং সুবিধা সহ প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যাবে। এছাড়া থাকছে 100 এসএমএস এর সুবিধা।
তৃতীয় রিচার্জ প্ল্যান হল 299 টাকার। এতে বাকি রিচার্জের মতোই আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এই রিচার্জে প্রতিদিন 3 জিবি ডেটা অফার করা হয়। এতে 30 দিনের ভ্যালিডিটি তে 100 SMS প্রতিদিন দেওয়া হচ্ছে।
এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ 65 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকদের মোট 10 জিবি ডেটা অফার করা হয়। এছাড়া থাকছে 300 এসএমএস এর সুবিধা।
তালিকার শেষ রিচার্জ হল 347 টাকার রিচার্জ প্ল্যান। এতে 56 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং সুবিধা থাকছে। এই প্ল্যানটি 100 এসএমএস সুবিধা দেয়।
আরও পড়ুন: মাত্র 9999 টাকায় পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোন