BSNL-এর ধামাকা অফার, মাত্র 106 টাকায় 84 দিনের ভ্যালিডিটি সহ 3GB ডেটা

Updated on 23-Feb-2022
HIGHLIGHTS

106 টাকা দামের BSNL রিচার্জ প্ল্যানটিতে পাওয়া যাবে মোট 3GB ডেটা।

BSNL এর এই প্ল্যানটি BSNL PRBT অফার করে।

2021 সালের ডিসেম্বরে BSNL-এ 1 মিলিয়নেরও বেশি নতুন গ্রাহক যোগ হয়েছে।

2021 এর শেষ দিকে টেলিকম জায়েন্টগুলির প্রিপেড ট্যারিফ বৃদ্ধির ফলে, কেন্দ্রীয় সরকার মালিকানাধীন BSNL অনেক লাভবান হয়েছিল। এইসময়, একদিকে দেশের জনগণের BSNL এর প্রতি সেন্টিমেন্টও ফিরে আসে, অন্যদিকে BSNL নেটওয়ার্কে এক মিলিয়নেরও বেশি নতুন গ্রাহক যোগ হয়। এছাড়া BSNL, অবশেষে এইবছর গ্রাহকদের জন্য প্যান-ইন্ডিয়া 4G নেটওয়ার্ক চালু করতে চলেছে! নতুন 4G নেটওয়ার্ক লঞ্চ হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের, এর মধ্যেই BSNL আরও একটি ধামাকা নিয়ে হাজির। মাত্র 106 টাকার দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার লঞ্চ করে বাকি টেলিকম কোম্পানিগুলিকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে BSNL। এই প্ল্যানটি খুব কম খরচে গ্রাহকদের অনেক ভালো অফার দিচ্ছে। 84-দিনের ভ্যালিডিটি, 3GB ডেটা, ফ্রি কলিং এবং অন্যান্য সুবিধার সাথে BSNL কোম্পানি, এই রিচার্জ প্ল্যানের সাথে Reliance Jio, Airtel এবং Vodafone-idea এর মতো অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে সরাসরি প্রতিযোগিতা করতে চলেছে। 106 টাকার প্ল্যানটিতে কী কী পাবেন? দেখে নিন-

106 টাকার BSNL রিচার্জ প্ল্যান

106 টাকা দামের BSNL রিচার্জ প্ল্যানটিতে পাওয়া যাবে মোট 3GB ডেটা। এছাড়াও প্ল্যানটি, 100 মিনিটের লোকাল বা STD এবং যেকোনো অপারেটরের নম্বরে ফ্রি কলিং এর সুবিধাও দেবে। এর পাশাপাশি, BSNL এর এই প্ল্যানটি BSNL PRBT অফার করে। PRBT আসলে একটি পার্সোনাল রিং ব্যাক টিউন, যা গ্রাহককে নিজের পছন্দ মতন কলার টিউন সেট করতে সাহায্য করে। যদিও, PRBT সিরিজটির ভ্যালিডিটি মাত্র 60 দিনের। যেখানে 106 টাকার রিচার্জ প্ল্যানটির মোট ভ্যালিডিটি 84 দিনের। প্ল্যানটি গ্রাহকদের কোনো ফ্রি SMS এর বেনিফিট দেয় না।

আপনি যদি কম খরচে বেশিদিনের রিচার্জ প্ল্যান খুজে থাকেন এবং আপনার যদি প্রচুর ইন্টারনেট ডেটার দরকার না পরে, তাহলে BSNL এর এই প্ল্যানটি আপনার জন্য সেরা অপশন হতে পারে।

BSNL-এর নতুন 1 million সাবস্ক্রাইবার

রিসেন্ট রিপোর্ট অনুযায়ী, 2021 সালের ডিসেম্বরে BSNL-এ 1 মিলিয়নেরও বেশি নতুন গ্রাহক যোগ হয়েছে। বিশেষজ্ঞরা BSNL-এর ভ্যালু-ফর-মানি রিচার্জ প্ল্যানগুলিকেই এই নতুন গ্রাহকদের জয়েন করার প্রধান কারণ বলছে। Reliance Jio 2021 সালের ডিসেম্বরে 12.9 মিলিয়ন গ্রাহক হারিয়েছে৷ Vodafone-idea 2021 সালের ডিসেম্বরে হারিয়েছে 1.9 মিলিয়ন গ্রাহক। এর মধ্যে অনেকেই BSNL সার্ভিসে স্যুইচ করেছিলেন৷

এছাড়া শোনা যাচ্ছে, 2022 সালের স্বাধীনতা দিবসের দিন দেশে 4G সার্ভিস চালু করার পরিকল্পনা করেছে BSNL৷ নতুন 4G কানেকশন জন্য BSNL দেশের বিভিন্ন জায়গায় 1 লাখ টেলিকম টাওয়ার বসাতে চলেছে৷

Connect On :