সরকারী টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) নতুন বছরের আগে দুটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই বছরের জুলাই মাসে বাকি প্রাইভেট টেলিকম কোম্পানিরা Jio, Airtel এবং Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ানোর পর এই কোম্পানির গ্রাহকরা সরকারী টলিকম কোম্পানি বিএসএনএল এর সিমে পোর্ট করিয়ে নেয়। আসুন বিএসএনএল এর দুটি নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক, যেখানে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি এবং 3GB পর্যন্ত প্রতিদিন ডেটা দেওয়া হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, বিএসএনএল একটি নতুন প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি অফার করে। আরেকটি নতুন প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। বিএসএনএল এর এই দুটি প্রিপেইড প্ল্যান একগুচ্ছ ডেটাও দেওয়া হয়। এই দুটি রিচার্জ প্ল্যান ভারতের সমস্ত সার্কেলে পাওয়া যাবে, যার দাম 215 টাকা এবং 628 টাকা রাখা হয়েছে। আসুন এই দুটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: ভারতে এই দিন লঞ্চ হবে POCO X7 Series ফোন, থাকবে ফাস্ট পারফরম্যান্স এবং দুর্দান্ত স্পেক্স
বিএসএনএল এর নতুন 215 টাকার প্ল্যানে কোম্পানি 30 দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানের আওতায় সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং ছাড়া প্রতিদিন 100 SMS সুবিধা রয়েছে। সাথে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটাও পাবেন।
অতিরিক্ত সুবিধা হিসেবে এই রিচার্জ প্ল্যানে Hardy Games, Challenger Arena Games, Gameon, Astrocell, Gameium, Lystn Podcast, Zing Music, Wow Entertainment এবং BSNL Tunes এর এক্সেস রয়েছে।
আরেকটি নতুন রিচার্জ প্ল্যান হল 628 টাকার। এটি বার-বার রিচার্জ থেকে মুক্তি দেবে গ্রাহকদের। এই প্ল্যানে কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি অফার করছে। এতে প্রতিদিন 3 জিবি ডেটা ছাড়া 100 SMS সুবিধাও রয়েছে। সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংও পাওয়া যাবে।
শুধু তাই নয়, এই প্ল্যানের সাথেও Hardy Games, Challenger Arena Games, Gameon এবং Astrocell মতো সুবিধা দেওয়া হয়।
আরও পড়ুন: লঞ্চের আগেই Redmi 14C 5G ফোনের ডিসপ্লে এবং কালার অপশন প্রকাশ্যে, জানুন কেমন হবে ফোনটি