digit zero1 awards

100 টাকার কমে BSNL এর দুর্দান্ত অফার, 3GB ডেটা এবং 90 দিন ভ্যালিডিটি

100 টাকার কমে BSNL এর দুর্দান্ত অফার, 3GB ডেটা এবং 90 দিন ভ্যালিডিটি
HIGHLIGHTS

BSNL সম্প্রতি লঞ্চ হওয়া 94 টাকার প্ল্যানে 3GB ডেটা অফার করছে

BSNL-এর 100 টাকার কম দামে 94 টাকা এবং 75 টাকা প্ল্যান

BSNL তার পোর্টফোলিওতে 447 টাকার একটি প্যাক যোগ করেছে

BSNL-এর কাছে 100 টাকার কম দামে দুটি প্রিপেইড প্ল্যান অফার করে। নতুন স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) প্ল্যান সমস্ত নেটওয়ার্কে উপলভ্য। এই প্ল্যানের দাম 94 টাকা এবং 75 টাকা। এর সাথে BSNL তার পোর্টফোলিওতে 447 টাকার একটি প্যাক যোগ করেছে। এছাড়া BSNL 699 টাকার প্ল্যানটি সংশোধন করেছে। আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত প্ল্যান সম্পর্কে।

BSNL এর 94 টাকার প্ল্যানের সুবিধা

BSNL সংস্থা সম্প্রতি লঞ্চ হওয়া 94 টাকার প্ল্যানে ইউজারদের 3GB ডেটা অফার করছে।  ইউজাররা এই ডেটা কোননদৈনিক সীমা ছাড়াই ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি 94 টাকার প্ল্যানে 90 দিনের জন্য 100 মিনিট ভয়েস কলিং পাবেন। সমস্ত মিনিট খরচ হয়ে গেলে, গ্রাহকদের কল করার জন্য প্রতি মিনিটে 30 পয়সা দিতে হবে। এগুলি ছাড়াও গ্রাহকরা প্ল্যানে BSNL Tunes এর সুবিধা, যা 60 দিনের জন্য বৈধ হবে।

BSNL এর 75 টাকার প্ল্যান

বিএসএনএল 100 টাকার নীচে 75 টাকার STV প্যাকটিতে 60 দিনের জন্য 100 ভয়েস কলিং মিনিট সহ মোট 2 জিবি ডেটা অফার করছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা বিএসএনএল টিউনসের সুবিধা পাবেন।

BSNL 447 টাকার প্ল্যানের সুবিধা

বিএসএনএলের নতুন 447 টাকার এসটিভি প্ল্যানে কোনও দৈনিক ডেটা লিমিট ছাড়াই 100 জিবি ডেটা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, এই প্ল্যানের সহ গ্রাহকদের বিনামূল্যে EROS Now এন্টারটেইনমেন্ট সার্ভিস দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিদিন 100 এসএমএসের সুবিধা এবং আনলিমিটেড ভয়েস কলিংও প্ল্যানে অফার করা হবে। এই প্ল্যানের মেয়াদ 60 দিনের অর্থাৎ ব্যবহারকারীরা 2 মাসের জন্য রিচার্জ থেকে ছাড় পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo