Jio, Airtel, Vi কে টেক্কা দেবে BSNL এর 200 টাকার কমে দুর্দান্ত প্ল্যান, প্রতিদিন 5GB পর্যন্ত ডেটা এবং কলিং
BSNL টেলিকম সংস্থা কম বাজেটে বেশ কয়েকটি এন্ট্রি লেভেল প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে
BSNL ইউজারেরা পাবেন 2GB পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা
BSNL Plan এর দাম শুরু হচ্ছে 97 টাকা থেকে
BSNL টেলিকম সংস্থা ভারতের সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি হিসেবে বেশ জনপ্রিয়। গ্রাহকদের জন্য রিলায়েন্স জিও, এয়ারটেলের মতোই BSNL সস্তার কয়েকটি প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানগুলিতে ইউজারেরা পাবেন 5GB পর্যন্ত ডেইলি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা। দাম রয়েছে 200 টাকার মধ্যেই। যারা কম দিনের ভ্যালিডিটির সাথে পকেট ফ্রেন্ডলি এন্ট্রি লেভেল প্ল্যানের সন্ধানে রয়েছে তাদের জন্য এই BSNL প্রিপেইড প্যাকগুলি হতে পারে উপযুক্ত। একনজরে দেখে নিন লিস্ট-
97 টাকার BSNL প্রিপেইড প্যাক-
• এই BSNL প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 2GB ডেটা।
• আসছে আনলিমিটেড কলের সুবিধার সাথে।
• এই প্যাকে পাওয়া যাবে না কোনো ফ্রি এসএমএস বেনিফিট।
• ভ্যালিডিটি রয়েছে 18 দিন।
99 টাকার BSNL প্রিপেইড প্যাক-
• এই প্ল্যানে মিলবে না কোনো ডেটা বেনিফিট।
• 99 টাকার BSNL প্রিপেইড প্যাকে পাওয়া যাবে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।
• এই প্ল্যানে পাওয়া যাবে না কোনো ফ্রি এসএমএসের সুবিধা।
• ভ্যালিডিটি রয়েছে 22 দিন।
118 টাকার BSNL প্রিপেইড প্যাক-
• এই প্রিপেইড প্যাকে ইউজারেরা পাবেন ডেইলি 5GB ডেটা।
• পাওয়া যাবে আনলিমিটেড কলের বেনিফিট।
• এই প্যাক আসবে ফ্রি 100 এসএমএস বেনিফিটের সাথে।
• ভ্যালিডিটি রয়েছে 26 দিন।
187 টাকার BSNL প্রিপেইড প্যাক-
• এই প্রিপেইড প্যাকে ইউজারেরা পাবেন প্রতিদিন 2GB করে ডেটা।
• ভ্যালিডিটি রয়েছে 28 দিন।
• এই প্যাক আসছে ডেইলি ফ্রি 100 এসএমএস বেনিফিটের সাথে।
• পাওয়া যাবে যে কোনো নেটওয়ার্কে ফ্রি কলের সুবিধা।