নতুন এই প্ল্যানে BSNL নতুন গ্রাহকরা মাত্র ১৪৯ টাকায় প্রতিদিন যে কোনও অন্য নেটওয়ার্কে (লোকাল এবং এসটিডি) ৩০ মিনিট পর্যন্ত ফ্রিতে ফোন করতে পারবেন৷
লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে৷ এরপর থেকেই বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ৷ প্রতিযোগিতায় টিকে থাকে ও গ্রাহক টানতে সস্তায় আকর্ষণীয় অফার নিয়ে আসার জন্য হিড়িক পড়ে গিয়েছে সংস্থার মধ্যে৷ তাদের মধ্যে এবার যোগ দিয়েছে BSNL৷ এবার প্রিপেড গ্রাহকদের জন্য ধামাকেদার অফার নিয়ে এল BSNL৷
নতুন এই প্ল্যানে BSNL নতুন গ্রাহকরা মাত্র ১৪৯ টাকায় প্রতিদিন যে কোনও অন্য নেটওয়ার্কে (লোকাল এবং এসটিডি) ৩০ মিনিট পর্যন্ত ফ্রিতে ফোন করতে পারবেন৷ কেউ যদি ৪৩৯ টাকার রির্চাজ করেন তাহলে তিন মাস পর্যন্ত এই পরিষেবা পেয়ে যাবেন তিনি৷ এর পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ এমবি ডেটা বিনামূল্যে৷ অন্য নেটওয়ার্কে দিনে ৩০ মিনিট পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা৷ BSNL -র চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, আমাদের সংস্থা সব সময় গ্রাহকদের উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকে৷
নতুন এই পরিষেবা ২৪ জানুয়ারি অথার্ৎ আজ থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷