BSNL এর নতুন অফার, এবার বিনামূল্যে লোকাল এবং এসটিডি ফোন করুন প্রতিদিন

Updated on 25-Jan-2017
HIGHLIGHTS

নতুন এই প্ল্যানে BSNL নতুন গ্রাহকরা মাত্র ১৪৯ টাকায় প্রতিদিন যে কোনও অন্য নেটওয়ার্কে (লোকাল এবং এসটিডি) ৩০ মিনিট পর্যন্ত ফ্রিতে ফোন করতে পারবেন৷

লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে৷ এরপর থেকেই বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ৷ প্রতিযোগিতায় টিকে থাকে ও গ্রাহক টানতে সস্তায় আকর্ষণীয় অফার নিয়ে আসার জন্য হিড়িক পড়ে গিয়েছে সংস্থার মধ্যে৷ তাদের মধ্যে এবার যোগ দিয়েছে BSNL৷ এবার প্রিপেড গ্রাহকদের জন্য ধামাকেদার অফার নিয়ে এল BSNL৷

আরও দেখুন : ব্ল্যাকবেরি'র DTEK50 2016 ক্যামেরা 13 মেগাপিক্সেল এর সঙ্গে লঞ্চ

নতুন এই প্ল্যানে BSNL নতুন গ্রাহকরা মাত্র ১৪৯ টাকায় প্রতিদিন যে কোনও অন্য নেটওয়ার্কে (লোকাল এবং এসটিডি) ৩০ মিনিট পর্যন্ত ফ্রিতে ফোন করতে পারবেন৷ কেউ যদি ৪৩৯ টাকার রির্চাজ করেন তাহলে তিন মাস পর্যন্ত এই পরিষেবা পেয়ে যাবেন তিনি৷ এর পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ এমবি ডেটা বিনামূল্যে৷ অন্য নেটওয়ার্কে দিনে ৩০ মিনিট পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা৷ BSNL -র চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, আমাদের সংস্থা সব সময় গ্রাহকদের উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকে৷

নতুন এই পরিষেবা ২৪ জানুয়ারি অথার্ৎ আজ থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷

আরও দেখুন : ২৫৬ জিবি মেমরি স্টোরেজ, ৬ জিবি RAM নিয়ে বাজারে আসছে নোকিয়া P1, MWC 2017 তে হতে পারে লঞ্চ

আরও দেখুন : তাহলে কি এইটা রিলায়েন্স জিও’র 1500 টাকার VoLTE ফিচর ফোন?

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :