নিজেদের স্ট্যান্ডার্ড প্ল্যানের সঙ্গে এবার BSNL তাদের FTTH ব্রডব্যান্ড প্ল্যানের স্পিড 200Mbps বাড়িয়েছে। আর এছাড়া কোম্পানি তাদের 4,999 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে কিছু পরিবর্তন করেছে আর এছাড়া ডাটাতেও কিছু সুবিধা দিয়েছে। আর এবার এখানে আপনারা 100Mbps স্পিড পাওয়া যাচ্ছে আর এর সঙ্গে প্রতিমাসে FUP, 1500 GB হয়েছে। আর এই পরিবর্তন আপনারা এখন চেন্নাই রিজেনেই পাবেন।
আর এছাড়া ইউজার্সরা প্রায় 2Mbps স্পিড পাওয়া যাচ্ছে, আর আপনারা সোশ্যাল মিডিয়া বা অন্য কিছুতে যদি কাজ করেন তবে তার জন্য এটি যথেষ্ট। আর এছাড়া আপনারা ডাটাও ভাল অপশানে পাবেন। আর এছাড়া BSNL ইউজার্সদের একটি ফ্রি ইমেল আইডিও অফার করছে জাতে 5MB ফ্রি স্পেস হবে। আর এছাড়া কোম্পানির তরফে আপনাদের একটি ফ্রি IP অ্যাড্রেসও দিচ্ছে।
আর এর সঙ্গে BSNL য়ের ফ্রি কলের সুবিধাও পাওয়া যাচ্ছে আর যার জন্য আলাদা কোন চার্জ দিতে হচ্ছেনা।
আর এর সঙ্গে কোম্পানির কাছে একটি অন্য FTTH প্ল্যান আছে, যার দাম 999 টাকা থেকে শুরু হয়ে 2,999টাকা পর্যন্ত। আর এটি একটি ভাল প্রিমিয়াম প্ল্যান। আর এছাড়া কোম্পানি ভাল ডাটা প্ল্যানও অফার করছে। আমরা যদি 999 টাকার প্ল্যানটি দেখি তবে দেখা যাবে যে এতে 60Mbps স্পিডের সঙ্গে 2GB ফ্রি FUP লিমিট পাওয়া যাচ্ছে। আর কোম্পানির কাছে আরও অন্য প্ল্যানও আছে, যেমন- 1,299টাকা, 1,699টাকা, 1,999টাকা আর 2,999টাকা। আপনারা এতে প্রায় 80Mbpsয়ের স্পিড পাবেন।