এই বছরেই চালু হবে BSNL 4G! জেনে নিন কবে

Updated on 23-Feb-2022
HIGHLIGHTS

কোম্পানিটিকে টেকনোলজিকাল সাহায্য করছে TCS

BSNL প্রথমে মনোপোল ব্যবহার করে 4G সার্ভিস দেবে

15 আগস্টের মধ্যে চালু হয়ে যাবে BSNL 4G

 

অবশেষে ভারতে আসতে চলেছে BSNL এর 4G কানেকশন। কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন টেলিকম কোম্পানিটিকে টেকনোলজিকাল সাহায্য করছে TCS। শোনা যাচ্ছে, যেহেতু BSNL সম্পুর্ণ ভারতীয় টেকনোলজি ব্যবহার করে গ্রাহকদের 4G পরিষেবা দেবে, তাই TCS এরই সাহায্য নিচ্ছে তারা। অন্যান্য টেলিকম কোম্পানিগুলি বিদেশি কোম্পানির সাথে পার্টনারশিপ করলেও, BSNL দেশের নিজস্ব কোম্পানিগুলির উপরেই আস্থা রেখেছে।

অনেকদিন ধরেই BSNL এর 4G কানেকশন আসার কথা শোনা যাচ্ছিল। মাঝে একবার BSNL জানিয়েছিল TCS ঠিকঠাক সাপোর্ট দিচ্ছেনা, তাই 4G কানেকশন চালু করতে অসুবিধা হচ্ছে। গত বছর ডিসেম্বর মাসে TCS কে BSNL একটি অফিসিয়াল চিঠি পাঠিয়ে টেকনোলজির বিষয়টি দ্রুত ঠিক করতে বলেছিল। BSNL এর 4G কানেকশনের কাজ করার মধ্যে দিয়ে TCS, প্রথম তাদের টেলিকম যন্ত্রপাতি বানানোর ব্যবসা শুরু করেছে।

4G সার্ভিসের ব্যাপারে BSNL এর কনজিউমার মোবিলিটি ডিরেক্টর Sushil Kumar Mishra জানিয়েছেন, "BSNL প্রথমে মনোপোল ব্যবহার করে 4G সার্ভিস দেবে। এতে স্মার্ট টাওয়ারের তুলনায় খরচ অনেক কম হবে এবং তুলনামূলক ভালো কাজ করবে। তাই স্মার্ট টাওয়ার এখন লাগাবেনা।"

তিনি আরও জানিয়েছেন, গোটা ভারতে প্রায় 1 লাখ মোবাইল টাওয়ার বসাবে BSNL। প্রথমে মুম্বাই ও দিল্লির গ্রাহকরা এই সার্ভিস পাবেন। রিপোর্ট অনুযায়ী, বিহারে প্রায় 4000 টাওয়ার বসানোর পরিকল্পনা করেছে BSNL। Sushil Mishra দাবি করেছেন 15 ই আগস্টের মধ্যে চালু হয়ে যাবে BSNL 4G। বিশেষজ্ঞদের মতে, এই বছরের অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যেই লঞ্চ হবে BSNL 4G।

অন্যান্য টেলিকম জায়েন্টগুলি যেখানে 5G আনার প্রস্তুতি নিচ্ছে সেখানে BSNL এখনও 4G লঞ্চ করে উঠতে পারেনি। BSNL কোম্পানিটি বর্তমানে C-DoT (Centre for Development of Telecom) এবং TCS এর সাথে কাজ করছে 4G ট্রায়ালের জন্য। রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে BSNL-এর 4G ট্রায়াল কমপ্লিট হওয়ার কথা। যা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, অর্থাৎ ট্রায়ালটি এখনও পর্যন্ত সফল হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Connect On :