digit zero1 awards

মাত্র 199 টাকায় প্রতিদিন 2GB ডেটা এবং কলিং সুবিধা, BSNL নিয়ে এল দুর্দান্ত প্রিপেইড প্ল্যান

মাত্র 199 টাকায় প্রতিদিন 2GB ডেটা এবং কলিং সুবিধা, BSNL নিয়ে এল দুর্দান্ত প্রিপেইড প্ল্যান
HIGHLIGHTS

30 দিনের ভ্যালিডিটির সাথে BSNL 199 টাকার প্ল্যানে থাকছে প্রতিদিন 2GB ডেটা এবং 100 ফ্রি SMS

BSNL সংস্থা এই 199 টাকার প্ল্যানটি PV 186 এর জায়গায় লঞ্চ করেছে

BSNL তার 998 টাকার প্ল্যানে আগের চেয়ে বেশি ডেটা অফার করছে

সরকারী টেলিকম সংস্থা BSNL তার ব্যবহারকারীদের জন্য নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। 199 টাকার এই প্ল্যানে সংস্থা প্রতিদিনের ডেটার সাথে ফ্রি কলিং এবং ফ্রি SMS সুবিধা দিচ্ছে। সংস্থা এই প্ল্যানটি PV 186 এর জায়গায় লঞ্চ করেছে। 199 টাকার এই প্ল্যানে PV 186 এর চেয়ে দুই দিন বেশি মেয়াদ পাওয়া যাবে। পাশাপাশি BSNL তার 998 টাকার প্ল্যানে আগের চেয়ে বেশি ডেটা অফার করছে। আসুন জেনে নেওয়া যাক প্ল্যান সম্পর্কে সমস্ত কিছু…

199 টাকার BSNL প্ল্যানে মিলবে এই সুবিধা

30 দিনের ভ্যালিডিটির সাথে এই প্ল্যানে থাকছে প্রতিদিন 2GB ডেটা এবং 100 ফ্রি SMS। এই প্ল্যানে কলিংয়ের 250 মিনিট পাওয়া যাবে। সংস্থার এই নতুন প্ল্যান 24 ডিসেম্বর থেকে সমস্ত টেলিকম সার্কেলে পাওয়া যাবে।

সংস্থার PV 186 প্ল্যান এখন বন্ধ হতে চলেছে। 28 দিনের ভ্যালিডিটি এবং 2GB প্রতিদিন ডেটা অফার করে এই প্ল্যান। তবে 1 জানুয়ারি থেকে বন্ধ হতে চলেছে এই প্ল্যান। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 টি ফ্রি SMS পাওয়া যায়।

998 টাকার প্ল্যানে এখন 1GB অতিরিক্ত ডেটা

199 টাকার প্ল্যান লঞ্চ করার সাথে সাথে সংস্থা 998 টাকার প্ল্যানে পাওয়া দৈনিক ডেটা 1GB বাড়িয়ে দিয়েছে। এখন এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 3GB ডেটা পাবেন যা আগে মাত্র 2GB ডেটা দেওয়া হত। 24 ডিসেম্বর থেকে এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যাবে।

 

আমাদের নতুন ইনস্টাগ্রাম পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo