আপনি কি এমন একটি রিচার্জ প্ল্যান খুঁজছেন, যেখানে আপনি আনলিমিটেডি OTT সুবিধা পাবেন। তবে এই খবর আপনার জন্য। আসলে, সরকারী টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের কথা মাথায় রেখে, একটি সস্তা প্ল্যান নিয়ে হাজির হয়েছে।
BSNL এর নতুন প্ল্যানে গ্রাহকরা একগুচ্ছ OTT সাবস্ক্রিপশন পাবেন। BSNL এর CinemaPlus রিচার্জ প্ল্যানে Lionsgate, Hungama, ShemarooMe এবং EpicOn-এর মতো OTT অফার করা হচ্ছে। BSNL এমন তিনটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। গ্রাহকরা একটি রিচার্জেই একগুচ্ছ OTT App এর সুবিধা পাবেন।
বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের দাম বর্তমানে 49 টাকায় পাওয়া যাচ্ছে। এই রিচার্জে প্ল্যানে গ্রাহকরা মোট 7টি OTT App এর সুবিধা পাবেন। এখানে Shemaroo, Hungama, Lionsgate এবং EPIC এর মতো OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Moto Edge 40 ফোনের দাম, 23 মে ভারতে করবে এন্ট্রি
BSNL এর ফুল সিনেমাপ্লাস প্ল্যানের দাম 199 টাকা। এই প্ল্যানে আপনি ZEE5 এর সাবস্ক্রিপশন, SonyLIV, Hotstar এবং YuppTV এর মতো OTT ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ZEE5, SonyLIV, YuppTV, Shemaroo, Hungama, Lionsgate এবং Hotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। গ্রাহকরা এই OTT App এর সমস্ত প্রিমিয়াম কন্টেন্ট ফ্রি দেখতে পারবেন।
আরও পড়ুন: মাত্র 5,999 টাকায় লঞ্চ হল Redmi এর নতুন স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি
নোট: বলে দি যে BSNL CinemaPlus রিচার্জ প্ল্যানের জন্য গ্রাহকদের কাছে BSNL এক্টিভ ফাইবার কানেকশন থাকা প্রয়োজন।