মাত্র 300 টাকার কম খরচে পুরো 60 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, প্রতিদিন 2 জিবি ডেটা সহ BSNL রিচার্জ প্ল্যান

মাত্র 300 টাকার কম খরচে পুরো 60 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, প্রতিদিন 2 জিবি ডেটা সহ BSNL রিচার্জ প্ল্যান
HIGHLIGHTS

BSNL এর তরফে ফেস্টিভ অফার আনা হয়েছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই প্ল্যানে 60 দিনের ভ্যালিডিটি দিচ্ছে

বিএসএনএল এই অফারের আওতায় একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে

আপনি যদি BSNL গ্রাহকরা হন এবং সস্তা রিচার্জ প্ল্যান চাইছেন তবে একটি ভাল খবর রয়েছে। বিএসএনএল এর তরফে ফেস্টিভ অফার আনা হয়েছে। এই অফারের আওতায় একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। বিএসএনএল এর নতুন রিচার্জ প্ল্যানের দাম 277 টাকা। এটি 60 দিনের ভ্যালিডিটি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর এই রিচার্জে কী সুবিধা পাওয়া যাবে।

নতুন বছরে BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই প্ল্যানে 60 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। কোম্পানি এই রিচার্জটি নিউ ইয়ার অফারের আওতায় চালু করা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই Redmi 14C 5G ফোনের ডিসপ্লে এবং কালার অপশন প্রকাশ্যে, জানুন কেমন হবে ফোনটি

বিএসএনএল এর 277 টাকা প্ল্যান

BSNL 277 rs plan New year offer
BSNL Bangla

বিএসএনএল এই প্ল্যান পকেট-ফ্রেন্ডলি প্ল্যান। এই রিচার্জ প্ল্যানের দাম যদি হিসেব করা হয় তবে 5 টাকার কমে আপনি প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানে বেশি ইন্টারনেট এবং দীর্ঘ ভ্যালিডিটি সহ সেরা বিকল্প হতে পারে।

সরকারী টেলিকম কোম্পানির প্ল্যানে প্রতিদিন 2 জিবি হিসেবে 60 দিনে মোট 120 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে 60 দিনের ভ্যালিডিটি থাকছে। কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে X এ পোস্ট করে এই রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানিয়েছে।

আরও পড়ুন: OnePlus 13R ফোনে থাকবে 6000mAh এর বড় ব্যাটারি, প্রিঅর্ডারে মিলবে এত টাকা সস্তা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo