BSNL এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, মিলবে রোজ 2GB ডেটা এবং 100 দিনের ভ্যালিডিটি

BSNL এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, মিলবে রোজ 2GB ডেটা এবং 100 দিনের ভ্যালিডিটি
HIGHLIGHTS

নতুন প্ল্যানটি BSNL এর ওয়েবসাইটেও পেয়ে যাবেন

গ্রাহকরা রিচার্জ করার পর প্রথম 18 দিন রোজ 2GB করে ডেটা পাবেন

BSNL এর এই প্ল্যানটির ভ্যালিডিটি 100 দিন

2021 এর শেষ দিকে ভারতের প্রতিটি টেলিকম কোম্পানি তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়েছিল। ব্যতিক্রম শুধুমাত্র BSNL। কেন্দ্রীয় সরকার মালিকানাধীন টেলিকম কোম্পানিটি এই সময় অনেক কম খরচের লোভনীয় অফার তার গ্রাহকদের দিতে থাকে। ফলে গত কয়েকমাসে BSNL এর গ্রাহক সংখ্যা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি প্রথম Airtel কোম্পানি করে, এরপর তাদের সাথে যোগ দেয় Vi এবং Reliance Jio। প্রায় 20-25% করে দাম বাড়ে প্রিপেড প্ল্যানগুলির। TRAI এর রিসেন্ট রিপোর্টে দেখা গেছে, টেলিকম জায়েন্টগুলি তাদের গ্রাহক হারিয়েছেন বেশ কিছুটা। BSNL একের পর এক বেশ কিছু দুর্দান্ত অফার লঞ্চ করতে থাকে, যাতে চমকে দেওয়ার মতো ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং আরো অনেক সুবিধা দেওয়া হয়৷ এমনই একটি আকর্ষণীয় প্ল্যান রয়েছে BSNL এর। প্ল্যানটির দাম মাত্র 197 টাকা। প্ল্যানটিতে কী কী সুবিধা পাবেন তা দেখে নিন-

BSNL এর 197 টাকার প্রিপেইড প্ল্যান

BSNL গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে৷ প্ল্যানটির সম্পর্কে অনেক গ্রাহকই জানেননা। এটি আসলে BSNL এর একটি মাইগ্রেসন প্ল্যান। প্ল্যানটি BSNL এর ওয়েবসাইটেও পেয়ে যাবেন। 197 টাকার এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা পাবেন ডেইলি 2GB ডেটা, রোজ 100 টি করে SMS এবং যেকোনো নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। BSNL এর এই প্ল্যানটির ভ্যালিডিটি 100 দিন।

BSNL Plan

যদিও 100 দিনই এই সুবিধা পাবেননা গ্রাহকরা। রিপোর্ট অনুযায়ী, গ্রাহকরা রিচার্জ করার পর প্রথম 18 দিন রোজ 2GB করে ডেটা পাবেন। অর্থাৎ, প্রথম 18 দিনে গ্রাহকরা মোট 36 GB ডেটা পাবেন। এরপর ইন্টারনেট স্পিড কমে গিয়ে 40Kbps হয়ে যাবে। আনলিমিটেড ভয়েস কলিংও প্রথম 18 দিনের জন্যেই এভেলেবেল। বাকি দিনগুলির জন্য করতে হবে এক্সট্রা রিচার্জ।

অন্যদিকে, Airtel এর তরফে জানানো হয়েছে যে Airtel-এর ট্যারিফ প্ল্যানগুলির দাম আবারও বাড়বে। যদিও, বাকি কোম্পানিগুলি কি করবে তা এখনো জানা যায়নি৷ এদিকে BSNL এবছরেই লঞ্চ করবে তাদের 4G নেটওয়ার্ক। এর ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, BSNL গ্রাহক সংখ্যা এবছরেও অনেক বাড়তে চলেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo