BSNL আনল ধামাকা ব্রডব্যান্ড প্ল্যান, প্রতিদিন মিলবে 22GB ডেটা, আনলিমিটেড কল

BSNL আনল ধামাকা ব্রডব্যান্ড প্ল্যান, প্রতিদিন মিলবে 22GB ডেটা, আনলিমিটেড কল
HIGHLIGHTS

বিএসএনএল নিয়ে এল BSNL 22GB CUL প্ল্যান

BSNL এর নতুন ব্রডব্যান্ড প্ল্য়ান দুটি রকমের জারি করা হয়েছে, মাসিক ও বার্ষিক

বিএসএনএলের ব্রডব্যান্ড প্ল্যানে প্রতিদিন 22 GB ডেটা দেওয়া হচ্ছে

সরকারী টেলিকম সংস্থা BSNL বাড়ি থেকে কাজ করা গ্রাহকদের  জন্য় অনেক ব্রডব্য়াড প্ল্যান বাজারে লঞ্চ করেছে। তবে এই সবার মধ্য়ে সেরা BSNL 22GB CUL প্ল্যান। এই প্ল্যানে প্রতিদিন ২২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। কোম্পানি এই মাসের শুরুর দিকে এই ব্রডব্যান্ড প্ল্যানটি চালু করেছিল।

কোন কোন সার্কেলে পাওয়া যাবে এই প্ল্যান

বিএসএনএলের এই ব্রডব্যান্ড প্ল্যানটি আন্দামান ও নিকোবর বাদে দেশের সকল টেলিকম সার্কেলে উপলব্ধ। যেই গ্রাহকরা এই প্ল্যানটি কিনতে চান তারা দুটি বিকল্প পাবেন। এর মধ্যে প্রথমটি হল ব্যবহারকারীদের এই প্ল্যানের জন্য় প্রতি মাসে 1,299 টাকা পেমেন্ট করতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে 12,990 টাকা দিয়ে ব্যবহারকারীরা এই প্ল্যানর বার্ষিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন।

3 বছরের জন্য় কেনা যাবে প্ল্যান

BSNL ব্যবহারকারীরা এই প্ল্যানটি দুই এবং তিন বছরের জন্য সাবস্ক্রাইব করতে পারবেন। ব্যবহারকারীদের দুই বছরের জন্য 24,681 এবং তিন বছরের জন্য 36,372 টাকা দিতে হবে।

গ্রাহকরা এই প্ল্যানের সাথে একটি ইমেল এড্রেস সহ ১ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন। এগুলি ছাড়াও ব্যবহারকারীরা এই প্ল্যানের সাথে 2,000 টাকা দিয়ে স্ট্যাটিক আইপি ঠিকানাও কিনতে পারবেন।

নোট: BSNL মোবাইল রিচার্জ প্ল্য়ান সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo