BSNL নিয়ে হাজির 4 সস্তা রিচার্জ প্ল্যান, ফ্রি কলিং এর সাথে পাওয়া যাবে 112GB পর্যন্ত ডেটা

BSNL নিয়ে হাজির 4 সস্তা রিচার্জ প্ল্যান, ফ্রি কলিং এর সাথে পাওয়া যাবে 112GB পর্যন্ত ডেটা
HIGHLIGHTS

BSNL এর 4টি রিচার্জ প্ল্যানের মধ্যে 3টি 200 টাকার কম দামের

BSNL-এর 184 টাকা, 185 টাকা এবং 186 টাকার রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়

BSNL-এর 347 টাকার রিচার্জ প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়

BSNL নিয়ে হাজির 4টি দুর্দান্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান। BSNL এর চারটিই রিচার্জ প্ল্যান সস্তা দামে আনা হয়েছে। 4টি রিচার্জ প্ল্যানের মধ্যে 3টি 200 টাকার কম দামের এবং একটি প্ল্যান 347 টাকার। 200 টাকার কমের প্ল্যান 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে। 200 টাকারও কম, কোম্পানি 184 টাকার, 185 টাকা এবং 186 টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই খরব TelecomTalk এর একটি রিপোর্টে জানা গিয়েছে।

200 টাকার কম দামের এই প্ল্যানগুলিতে পাওয়া যায় এই সুবিধা

BSNL-এর 184 টাকা, 185 টাকা এবং 186 টাকার রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। তিনটি প্ল্যানেই প্রতিদিন 1GB ডেটা, 100 SMS পাঠানোর সুবিধা এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। ডেটা লিমিট শেষ হওয়ার পরে, ইন্টারনেটের স্পিড 80Kbps-এ কমে যাবে। যদি আমরা এই তিনটি প্ল্যানের মধ্যে পার্থক্য সম্পর্কে কথা বলি, তাহলে 184 টাকার প্ল্যানে Lystn পডকাস্টের সুবিধা পাওয়া যায়। এছাড়া, 185 টাকার প্ল্যানে চ্যালেঞ্জস অ্যারেনা মোবাইল গেমিং সার্ভিস এবং BSNL টিউনসের সুবিধা পাবেন। পাশাপাশি, BSNL টাকার প্ল্যানে Hardy Games এবং BSNL Tunes এর সুবিধা পাবেন।

BSNL এর অন্যান্য রিচার্জ প্ল্যান সম্পর্কে জানতে এখানে ক্লিক

347 টাকার প্ল্যানে 112GB ডেটা এবং ফ্রি কলিং সুবিধা

BSNL-এর 347 টাকার রিচার্জ প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ প্ল্যানে মোট 112GB ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 100 SMS পাঠানোর সুবিধা দেয়৷ এছাড়াও, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। এছাড়াও, প্ল্যানটি চ্যালেঞ্জস এরিনা মোবাইল গেমিং পরিষেবার সুবিধাগুলি অফার করে।

 

আমাদের নতুন ইনস্টাগ্রাম পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo