Jio, Airtel -এর পরিষেবার তুলনায় BSNL এখনও বেশ পিছিয়ে। 4G পরিষেবা চালু করতে পারেনি এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। 5G তো সেখানে দূর অস্ত! এদিকে Jio, Airtel দুজনেই 5G পরিষেবা নিয়ে হাজির হয়ে গিয়েছে। আর অন্যদিকে BSNL- এর গ্রাহকদের এখনও 3G -এর উপর ভরসা করেই চলতে হচ্ছে। এখনও এই সংস্থার তরফে 4G লঞ্চের দিন পিছিয়ে চলা হচ্ছে। এই বছরের শুরুর দিকেই BSNL 4G লঞ্চ করবে বললেও সেটা হয়নি। উল্টে শোনা যাচ্ছে 2024 সালে সেই পরিষেবা শুরু হবে। ফলে দুই বেসরকারি টেলিকম সংস্থার থেকে যে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাকে কড়া টক্করের মুখোমুখি হতে হয় সেটা বলাই যায়। তবুও কোথাও একটা BSNL এর চার্ম এখনও রয়ে গিয়েছে। আর সেটা হল তাদের সস্তার প্ল্যান।
BSNL -এর তরফে সম্প্রতি একটার পর একটা সস্তার প্ল্যান আনা হয়েছে গ্রাহকদের জন্য। হ্যাঁ, তারা হয়তো দ্রুত গতির পরিষেবা দিতে পারছে না, কিন্তু সস্তার পরিষেবা নিশ্চয় মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এখন কম বেশি সমস্ত টেলিকম সংস্থাই প্ল্যানের নিরিখে প্রায় এক। কেউ একটু বেশি তো কেউ একটু কম। কিন্তু সেই হেরফেরটা নগন্যই। তবে কিছুদিন আগে একাধিক অঞ্চলে Airtel- এর তরফে তাদের ট্যারিফ বাড়িয়ে সব থেকে সস্তার প্ল্যান তুলে নেওয়া হয়েছে। এখন Airtel -এর রিচার্জ করতে গেলে কম করে 155 টাকা ব্যয় করতেই হবে।
কিন্তু যখন এই বেসরকারি সংস্থাগুলো এক এক করে তাদের সস্তার প্ল্যান তুলে নিয়ে ট্যারিফ বাড়াচ্ছে সেখানে BSNL এখনও বেশ সস্তায় পরিষেবা দিয়ে চলেছেন BSNL বা Bharat Sanchar Nigam limited এর তরফে 99 টাকার একটি প্ল্যান নিয়ে আসা হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা একাধিক সুবিধা পেয়ে যাবেন। কী কী? দেখুন।
BSNL- এর তরফে এই প্ল্যানের মাধ্যমে মূলত দেশের গ্রামাঞ্চলকে টার্গেট করা হয়েছে। ডেটা খুব বেশি না মিললেও অফুরান সময় ধরে কথা বলা যাবে এখানে। এই 99 টাকার প্ল্যানে মিলবে 18 দিনের বৈধতা। সুবিধা হিসেবে মিলবে আনলিমিটেড কল করার সুবিধা। লোকাল এবং জাতীয় স্তরে আনলিমিটেড কল করার সুবিধা থাকবে এখানে। কিন্তু গ্রাহকরা এখানে কোনও SMS এর সুবিধা পাবেন না। থাকবেন না ডেটার সুবিধাও। ফলে যাঁদের অফুরান কথা বলার থাকে তাঁরা এই প্ল্যানের রিচার্জ করলে সুবিধা পাবেন।
এছাড়া একাধিক কথা বলার মতো প্ল্যান আছে BSNL এর। এর মধ্যে আছে 118 টাকার প্ল্যান। 20 দিনের বৈধতা মিলবে এই প্ল্যানে। সঙ্গে থাকবে 500MB ডেটা। অন্যদিকে 184 দিনের প্ল্যানের রিচার্জ করলে মিলবে 28 দিনের বৈধতা। সঙ্গে মিলবে 1 GB ডেটা। অর্থাৎ এই দুটো প্ল্যানে আনলিমিটেড কল সহ সামান্য পরিমাণ ডেটা মিলবে।