BSNL এবার 25% ক্যাশব্যাক দিচ্ছে..

Updated on 23-Apr-2019
HIGHLIGHTS

799 টাকার পোস্টপেড প্ল্যান থেকে 25% ক্যাশব্যাক অফার শুরু

বাৎসরিক প্ল্যানে BSNL 4,575 টাকার ক্যাশব্যাক দিচ্ছে

BSNL তাদের পোস্টপেড ইউজার্সদের জন্য ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে। টেলিকম কোম্পানি 4,575 টাকার ক্যাশব্যাক তাদের বাৎসরিক প্ল্যানে দিচ্ছে। আর এর সঙ্গে টপ 3 ফিক্সড মান্থলি চার্জ( FMC) প্ল্যানে 25% ক্যাশব্যাকও কোম্পানি তাদের সাবস্ক্রিপশানে দিচ্ছে। আর সেখানে BSNL POstpaid Plans য়ের বাকি কম টাকার প্যানে বাৎসরিক পোস্টপেড প্ল্যানের ওপরে 20% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। আর এই না এর সঙ্গে 6 মাসের পেমেন্টে BSNL ক্যাশব্যাক অফার করছে আর এখানে ইউজার্সরা কম ক্যাশব্যাকের অ্যামাউন্ট পাবে।

BSNL 799 টাকার পোস্টপেড প্ল্যানেও এই অফার আছে

এই প্ল্যানটি মানে 25% ক্যাশব্যাকের প্ল্যনটি BSNL য়ের 799 টাকার পোস্টপেড প্ল্যানের সঙ্গেও দেওয়া হচ্ছে। আর আপনারা যদি এক বছরের সাবস্ক্রিপশানের সঙ্গে টাকা দেব তবে সেখানে আপনারা 25% ক্যাশব্যাক পাবেন।

BSNL 799 টাকার নিচের প্ল্যানে এই অফার

প্রথমে টেলিকম টক এই পোস্টপেড প্ল্যানের রিপোর্ট নিয়ে আসে। রিপোর্ট অনুসারে BSNL 725 টাকা আর 525 টাকার মান্থলি প্ল্যানের সঙ্গে 20% ক্যাশব্যাক পাবেন। আর সেখানে অন্য দিকে 399 টাকা, 325 টাকা আর 225 টাকার পোস্টপেড প্ল্যান্র সঙ্গে শুধু 10% ক্যাশবাক দেওয়া হবে। আর রিপোর্ট অনুসারে 1,525 টাকার পোস্টপেড মান্থলি প্ল্যানে ইউজাররা যদি 6 মাসের জন্য এক সঙ্গে টাকা দেয় তবে তারা 12% ক্যাশব্যাক মানে 1,098 টাকা পাবেন।

1,125 টাকার আর 799 টাকার প্ল্যানের সঙ্গে 6 মাসের ইউজাররা 12% ক্যাশব্যাক পাবেন। 725 টাকার আর 525 টাকার প্ল্যানের সঙ্গে 8% আর 399 টাকার আর 325 টাকা আর 225 টাকার প্ল্যানে 4% ক্যাশব্যাক আছে। আর এই বিষয়ে Telecom Talk য়ের রিপোর্ট অনুসারে জানা গেছে যে এতে ক্যাশব্যাক অফার আপাতত শুধু ‘কেরালা সার্কেল’ য়ের জন্য আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :