BSNL 56 টাকার নতুন প্ল্যান নিয়ে এসেছে, বর্তমান প্ল্যান বন্ধ হবে

Updated on 13-May-2019
HIGHLIGHTS

BSNL STV46 বন্ধ করার কথা জানিয়েছে

13 মে থেকে নতুন 56 টাকার প্ল্যান শুরু হবে

ইউজার্সরা প্রতিদিন 1.5GB ডাটা পাবেন

টেলিকম কোম্পানি BSNL এই সময়ে টেলিকম ইন্ডাস্ট্রিতে নিজেদের শক্তিশালী করার জন্য নতুন নতুন প্ল্যান আনছে আর পুরনো প্ল্যানে পরিবর্তন করছে। আর সেখানে কিছু প্ল্যানে বৈধতা বাড়াচ্ছে আর সেখানে কিছু প্ল্যানের বেশি ডাটাও ইউজারদের জন্য অফার করা হচ্ছে। আর সম্প্রতি আরও একবার BSNL 56 টাকার নতুন প্ল্যান আনবে। আর এই নতুন প্ল্যানের সঙ্গে কোম্পানি STV46 বন্ধ করার কথা জানিয়েছে।

BSNL 56 টাকার প্ল্যানের বৈশিষ্ট্য

BSNL বলেছে যে তাদের নতুন 56 টাকার প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1.5GB ডাটা পাবেন। আর এর সঙ্গে এই প্ল্যান 14 দিনের জন্য বৈধ হবে। আর এটি একটি ‘ডাটা বেসড প্ল্যান’ হিসাবে এসেছে। আর এর বৈশিষ্ট্য আপনাদের বলে রাখি যে এটি এখন শুধু তামিলনাড়ু আর চেন্নাইয়ের ইউজারদের জন্য পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যান আজ মানে 13 মে থেকে শুরু হবে।

BSNL এও জানিয়েছে যে STV46 বন্ধ করা হবে। আর BSNL তাদের 46 টাকার প্ল্যানে ইউজারদের প্রতিদিন 1GB ফ্রি ডাটা দেবে আর যার বৈধতা 2 দিনের ছিল।

আর আপনাদের এও বলে রাখি যে BSNL য়ের 47 টাকার আর 198 টাকার প্ল্যানে পরিবর্তন করা হয়েছে। আর এটি এর আগে 47 টাকার প্ল্যানে গ্রাহকরা দিল্লি আর মুম্বাই সার্কেল ছাড়া বাকি সব জায়গায় পেতেন আর এর সঙ্গে আনলিমিটেড কলিং আর 1GB ডাটা ছিল। আর এর সঙ্গে এটি 11 দিনের জন্য বৈধ ছিল আর এখন তা 9 দিনের করা হয়েছে।

অন্য দিকে 198 টাকার এই প্ল্যানে প্রিতিদিন 1.5GB ডাটা দেওয়া হয়েছে, যা 28 দিনের বৈধতার সঙ্গে এসেছে আর সেখানে এবার এই প্ল্যানের বৈধতা এখন 54 দিনের করা হয়েছে আর যা প্রতিদিন 2GB ডাটা যুক্ত।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :