গ্রাহকদের আকর্ষিত করতে আরও একবার দুর্দান্ত ছাড় নিয়ে এল এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা, 449 টাকার প্ল্যান এবার 275 এ
Reliance Jio একা নয়, BSNL ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আনল দুর্দান্ত ছাড়! ভারতের এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL ওরফে ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে তিনটি প্ল্যানে 300 টাকার বেশি ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে 449 টাকা এবং 599 টাকার প্ল্যান দুটির টাকা অনেকটাই কমিয়েছে এই টেলিকম সংস্থা। ব্রডব্যান্ড প্ল্যান দুটি যাতে 75 দিনের ভ্যালিডিটি আছে সেটা এবার রিচার্জ করা যাবে মাত্র 275 টাকাতেই। অন্যদিকে বিএসএনএলের যে 999 টাকার প্ল্যান আছে সেখানেও দেওয়া হয়েছে এরম দারুন ছাড়। আসুন দেখে নেওয়া যাক এই টেলিকম সংস্থার অফার দেওয়া প্ল্যানগুলোকে।
এই অফারগুলো বিশেষ কিছু প্ল্যানের উপরেই দেওয়া হয়েছে। মূলত ফাইবার প্ল্যানের উপর এই তিনটি অফার দেওয়া হয়েছে। এই তিনটি ব্রডব্যান্ড প্ল্যান হল 449, 599 এবং 999 টাকা। দেখে নিন এই প্ল্যানগুলো বিস্তারিত ভাবে।
449 এবং 599 টাকার প্ল্যানের উপর প্রায় 324 টাকা অবধি ছাড় দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যে অফার দেওয়া হচ্ছে তাতে এই প্ল্যান দুটো মাত্র 275 টাকাতেই পাওয়া যাবে। তবে খরচ কমলেও এই প্ল্যানের বৈধতা বা আগে যা যা মিলত এই অফারে সেগুলো সবটাই পাওয়া যাবে। দুটো প্ল্যানই 75 দিনের। যেদিন আপনার এই রিচার্জ শেষ হয়ে যাবে তখন আবার আপনাকে আগের দাম দিয়েই রিচার্জ করতে হবে। ধরা যাক আপনি এখন 449 টাকার প্ল্যানটি 275 টাকা দিয়ে রিচার্জ করলেন যা 75 দিন অবধি চলল। সেই 75 দিন পর আপনাকে আবার এই প্ল্যানটি 449 টাকা দিয়েই রিচার্জ করতে হবে। তখন আর সেটা 275 টাকায় উপলব্ধ হবে না।
আর হ্যাঁ, এই বিষয়ে উল্লেখযোগ্য, এই অফারটি কেবল মাত্র নতুন গ্রাহকদের জন্যই উপলব্ধ। তাঁরাই পাবেন এই অফার। এছাড়া যে গ্রাহকরা KYC করবেন তাঁরাও পাবেন এই অফার।