বিএসএনএল আনছে 4G’র থেকেও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা!!

বিএসএনএল আনছে 4G’র থেকেও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা!!
HIGHLIGHTS

কলকাতায় সামনের মাসেই বসবে 4.5G হটস্পট

এবার দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা নিয়ে আসতে চলেছে বিএসএনএল. কলকাতায় তারা 200টি 4.5G ওয়াই ফাই হটস্পট বসাবে. শুধু তাই নয় বিএসএনএল 350টি 4G বিটিএস বসানোর সিধান্তও নিয়েছে.

আগামী দিনে এই পরিষেবা 4G বা এলটির থেকেও দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দেবে. আপনারা নিশ্চয়ই ভাবছেন যে 4.5G আসলে কি? আসলে এটিকে 4G আর 5G’র মধ্যবর্তি ধাপ বলা যেতে পারে. তেব এই পরিষেবা সিমে নয় পাওয়া যাবে শুধু ওয়াই-ফাই তেই.

 

বিএসএনএলের কলকাতা চিফ জেনারেল ম্যানেজার শীতল প্রসাদ ত্রিপাঠি বলেছেন যে, “আমরা 4.5G হটস্পট বসানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছি. এখন পরীক্ষা চলছে, আমাদের লক্ষ্য জুন থেকে শহরে 200টি জায়গায় 4.5G ওয়াই-ফাই হটস্পট পরিষেবা চালু করা.”

মনে করা হচ্ছে যে এই ওয়াইফাই পরিষেবার ডাউনলোড আর আপলোড স্পিড 4G’র থেকে বেশি হবে.

আপানদের মনে করিয়েদি যে জিও যেদিন থেকে 4G পরিষেবা নিয়ে ভারতীয় টেলিকম বাজারে প্রবেশ করেছে সেইদিন থেকে টেলিকম বাজারে হুলুস্থুলু পরে গেছে. রোজই কোম্পানি গুলি কোননা কোন পরিষেবা এনে নিজেদের গ্রাহকদের নিজেদের কাজে ধরে রাখতে চাইছে.

সোর্স:

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo