Bharat Sanchar Nigam Limited বা আমরা সবাই যাকে BSNL বলেই বেশি চিনি সেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা চলতি বছরের শেষের আগেই পাটনায় তাদের 4G পরিষেবা চালু করে দেবে বলে জানা গিয়েছে। এমনটাই পাটনা টেলিকম ডিস্ট্রিক্টের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার অরবিন্দ প্রসাদ জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের তরফে এই খবর প্রকাশ্যে আনা হয়।
4G মোবাইল যন্ত্রপাতি কেনার যে প্রাথমিক ধাপ অর্থাৎ অর্ডার করা, ইত্যাদি সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। Tata Consultancy Services বা TCS -কে অর্ডার দেওয়া হয়েছে। আর গোটা জিনিসের ইনস্টলেশন চলবে সেপ্টেম্বর এবং অক্টোবর নাগাদ। আর এই নতুন 4G হার্ডওয়্যার নাকি সহজেই 5G -তে বদলানো যাবে সফটওয়্যার মডিফিকেশন -এর সাহায্যে।
https://twitter.com/BSNL_RJ/status/1671039910705528832?ref_src=twsrc%5Etfw
বর্তমানে বিহারের 16টা ছোট শহর 4G পরিষেবার আংশিক সুবিধা পাচ্ছে। তবে এখন এই টেলিকম সংস্থার লক্ষ্য হচ্ছে এই রাজ্যের সমস্ত জেলায় হাই স্পিড 4G পরিষেবা চালু করা। এই বছরের শেষ বা আগামী বছরের শুরুর মধ্যে তারা এই কাজ করে ফেলতে চাইছে।
এটা যদিও পুরোটাই নির্ভর করবে যন্ত্রপাতির সাপ্লাই কেমন আছে সেটার উপর। বিহারের গোটা রাজ্য জুড়ে 3,620 টা 4G টাওয়ার প্রতিষ্ঠা করে হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে 900টা খোদ পাটনা শহরেই হবে।
পাটনার 211টি জায়গায় নতুন BSNL -এর টাওয়ার বসানো হবে। আপাতত জায়গা নির্বাচন হয়ে গিয়েছে। অন্যদিকে 600টি 3G টাওয়ারে 4G যন্ত্রপাতি লাগানো হবে।
বর্তমানে বিহারে 57.75 লাখ গ্রাহক আছে BSNL- এর। যদিও সেই তুলনায় এই টেলিকম সংস্থার যারা প্রতিযোগী অর্থাৎ Airtel, Jio এদের গ্রাহক সংখ্যা অনেক বেশি।
আরও পড়ুন: Nothing Phone 2 Price Leaked: লঞ্চের আগেই ফাঁস নাথিংয়ের ফোনের দাম, কত টাকায় কেনা যাবে এই ডিভাইস?
অশ্বিনী বৈষ্ণব, দেশের টেলিকম মিনিস্টার জানিয়েছেন তাঁরা এই বছরই 5 পরিষেবা লঞ্চ করতে চান BSNL -এর। কিন্তু 4G পরিষেবার জিনিসপত্র কেনা আর সেটা ইনস্টল করতে অনেক সময় লেগে যাচ্ছে বলে দেরি হচ্ছে। যদিও BSNL -এর তরফে জানানো হয়েছে তারা এই 4G পরিষেবাই পরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে 5G তে বদলে দেবে। ফলে আগামীতে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার যে গ্রাহক সংখ্যা আছে সেটা বাড়তে চলেছে 4G এবং 5G আসার পর সেটা নিশ্চিত।