বিএসএনএলের একটি সিদ্ধান্তে বদলে যাবে ভারতের দূরসঞ্চার উপকরণের পরিভাষা

বিএসএনএলের একটি  সিদ্ধান্তে বদলে যাবে ভারতের দূরসঞ্চার উপকরণের পরিভাষা
HIGHLIGHTS

দেশিয় কোম্পানিদের মধ্যেকার অংশিদারীতে দেশে নতুন প্রযুক্তি আসবে, সস্তা হবে দূরসঞ্চারের উপকরণ

গত শুক্রবার ভারতের সরকারি দূরসঞ্চার কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ফাইবার হোম প্রাইভেটেরস সঙ্গে একটি চুক্তিপত্রে সই করেছে। যাতে দেশি কোম্পানিরা বিএসএনএলের ফ্যাক্ট্রিতে দূরসঞ্চার উপকরণ আর অপ্টিকাল ফাইবার কেবেল তৈরি করবে।

বিএসএনএলের ৭টি দূরসঞ্চার ফ্যাক্ট্রি আছে, যাতে প্রায় ১,৬০০ কর্মী কাজ করে, আর এখানেই তৈরি হ্য দূরসঞ্চারের উপকরণ।  

বিএসএনলের উপাধক্ষ্য সহ প্রবন্ধ নির্দেশক অনুপম শ্রীবাস্তব বলেছেন, “ এই চুক্তির ফলে ভারতের দামি দূরসঞ্চার উপকরণ কম দামে পাওয়া যাবে। বিএসএনএল সবসময় এই ধরনের ব্যাবহারিক উপকরণ সরকারের স্বপ্ন পুরন করার চেষ্টা করে”।

ফাইবার হোম (ফাইবার হোম ইন্ডিয়া লি. এর সকারী কোম্পানি) চিনে দূরসঞ্চার উপকরণ বানানোর সব থেকে ব্র কোম্পানি গুলির মধ্যে একটি।

দেশীয় কোম্পানি গুলির মধ্যে অংশীদারির ফ্লে দেশে নতুন প্রযুক্তি আসবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo