২০ জুন পর্যন্ত বিনামূল্য়ে ব্রডব্য়ান্ড কানেকশন দিচ্ছে BSNL
শুরুতে এক মাসের জন্য় এই লঞ্চ করা হয়েছিল
বিএসএনএল গ্রাহকরা প্রতিদিন ৫ জিবি ডেটা পাবেন
দেশজুড়ে বিগত দুই মাস ধরে লকডাউন চলছে। বেশির ভাগ দফতরে কাজ এখন ঘরে বসেই চলছে। ফলে ইন্টারনেট ডেটার প্রয়োজন বেড়ে গিয়েছে। সেই ভেবে গ্রাহকদের ২০ জুন পর্যন্ত বিনামূল্য়ে ব্রডব্য়ান্ড কানেকশন দিচ্ছে সরকারী সংস্থা BSNL।
Work@Home প্ল্যানের অধীনে যে সমস্ত ব্য়বহারকারীদের বাড়িতে ল্য়ান্ডলাইন কানেকশন রয়েছে, তাদের আগামী ২০ জুন পর্যন্ত ফ্রী ব্রডব্য়ান্ড সার্ভিস দেওয়া হবে। শুরুতে এক মাসের জন্য় এই লঞ্চ করা হয়েছিল, কিন্ত এবার প্ল্য়ানের মেয়াদ বাড়িয়েছে কোম্পানি।
২০ জুন পর্যন্ত চলা এই অফারে বিনামূল্য়ে ব্রডব্য়ান্ড কানেকশন 10Mbps পর্যন্ত স্পিডে ইন্টারনেট ব্য়াবহার করা যাবে। যার মধ্য়ে গ্রাহকরা প্রতিদিন ৫ জিবি ডেটা পাবেন। ওই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ১ Mbps হয়ে যাবে।
এছাড়া বিএসএনএল কোম্পানি খুব তারাতারি শহরে ও গ্রামে ওফাইফাই পরিষেবা পৌঁছে দেওয়ার যোজনা তৈরী করেছে। বলে দি যে গ্রাহকরা এই BSNL WiFi এর ব্যবহার একটি লিমিট পর্যন্ত বিনামূল্যে করতে পারবে।