BSNL -এর ধামাকা অফার, এবার প্রতি ৫ মিনিটের কলে মিলবে ক্যাশব্যাক

BSNL -এর ধামাকা অফার, এবার প্রতি ৫ মিনিটের কলে মিলবে ক্যাশব্যাক
HIGHLIGHTS

BSNL এর '5 pe 6' অফার এখন 31 অগস্ট পর্যন্ত পাওয়া যাবে

Bsnl '5 pe 6' অফারে ৫ মিনিটের কলে গ্রাহকরা পাবেন ৬ পয়সা অবধি ক্য়াশব্য়াক

বিএসএনএল অফারের বিশেষ বিষয়টি হল গ্রাহকরা এই অফারটি থেকে 50 টাকা পর্যন্ত লাভ পেতে পারবেন

সরকারী টেলিমক সংস্থা BSNL করোনা কালে তাদের গ্রাহকদের ধরে রাখতে একের পর এক আকর্ষনীয় অফার নিয়ে বাজারে হাজির হয়েছে। কোম্পানির তরফ থেকে গত এপ্রিল মাসে '5 pe 6' নামে একটি নতুন অফার আনা হয়েছিল। এই অফারে ৫ মিনিটের কলে গ্রাহকরা পাবেন ৬ পয়সা অবধি ক্য়াশব্য়াক। তবে এই অফারটি কেবল মাত্রnBSNL-এর ল্য়ান্ডলাই গ্রাহকদের জন্য়ই উপলব্দ। এই অফারের বিশেষ বিষয়টি হল গ্রাহকরা এই অফারটি থেকে 50 টাকা পর্যন্ত লাভ পেতে পারবেন।

BSNL-এর এই অফারটি চলতি মাসের ৩১ তারিখেই শেষ হওয়ার কথা ছিল। তবে সংস্থাটি লকডাউনের কথা মাথায় রেখে এর মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ এই দুর্দান্ত প্ল্য়ানটির সুবিধা এখন 31 অগস্ট পর্যন্ত পাওয়া যাবে। তবে এই প্রথম নয় যে সংস্থা এই অফারের জন্য সময়সীমা বাড়িয়েছে। এর আগে, সংস্থাটি এই অফারটি 2019 সালের ডিসেম্বরে শেষ করে দিত, কিন্তু সেই সময়ের মধ্যে এই অফারটি ব্যবহারকারীদের কাছে আবার উপলব্ধ করা হয়েছিল।

BSNL এর তামিলনাডু সার্কিটের টুইটার হ্য়ান্ডেল থেকেই এই খবরটি জানানো হয়েছে। তবে এই অফারে কি কি রয়েছে এবং কিভাবে এই প্ল্যানের আওতায় আসা যাবে? আসুন জেনে নেওয়া যাক…

'5 pe 6' অফার কীভাবে কাজ করে?

এই অফারের আওতায়, ব্যবহারকারীরা 5 মিনিটের বেশি কল করতে 6 পয়সা নগদ পাবেন, যদিও তাদের কিছু শর্ত মেনে চলতে হবে। এই অফারের লাভ পেতে গেলে গ্রাহককে ৫ মিনিট বা তার বেশি সময় ধরে কারও সঙ্গে ফোনে কথা বললেই এই 6 পয়সার ক্য়াশব্য়াক পাওয়া যাবে। মাথায় রাখবেন 5 মিনিটের কম কলে এই অফার মোটের পাওয়া যাবে না। বিশেষ বিষয়টি হল ব্যবহারকারীরা এই অফারের মাধ্যমে 50 টাকা পর্যন্ত লাভ পেতে পারবেন।

'5 pe 6' অফারটি  কী ভাবে অ্য়াক্টিভ করবেন?

BSNL এর এই অফারটি যদি অ্য়াক্টিভ করতে চান তবে আপনাকে নিজের BSNL মোবাইল নম্বর থেকে ACT স্পেস ‘6PAISA’ লিখে 9478053334 নম্বরে SMS পাঠাতে হবে। এ ছাড়াও টোল ফ্রি নম্বর 18005991900 নম্বরে কল করলেও অফারটি অ্যাক্টিভ করা সম্ভব হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo