BSNL Diwali Offer 2023: সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল তার গ্রাহকদের জন্য একটি নতুন অফান নিয়ে হাজির হয়েছে। দীপাবলি অফারের আওতায় গ্রাহকদের আকৃষ্ট করতে কোম্পানি কিছু BSNL Plans -এ অতিরিক্ত ডেটা এবং ভ্যালিডিটি অফার করছে। এছাড়া, ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি তার কিছু Recharge Plan-এ ডিসকাউন্টও অফার করছে।
আসুন জেনে নেওয়া যাক BSNL এর কোন কোন রিচার্জ প্ল্যানে অতিরিক্ত সুবিধা পাোয়া যাচ্ছে।
আরও পড়ুন: 4000 টাকার ছাড় এবং ফ্রি Earbuds পাওয়া যাচ্ছে Oneplus 5G ফোনে, জেনে নিন কোথায় পাবেন এই অফার
বিএসএনএল তার গ্রাহকদের কিছু রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ডেটা সুবিধা অফার করছে। গ্রাহকরা BSNL সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে 251 টাকার প্ল্যান, 299 টাকার প্ল্যান, 398 টাকার প্ল্যান, 499 টাকার প্ল্যান, 599 টাকার প্ল্যান এবং 666 টাকার প্ল্যান রিচার্জ করালে অতিরিক্ত 3GB ডেটা সুবিধা পাবেন।
তবে বলে দি যে এই অফারটি পেতে গ্রাহকদের BSNL Self-Care App ডাউনলোড করতে হবে, যা গুগল প্লে স্টোর এবং iOS স্টোর থেকে ইনস্টল করা যাবে।
TelecomTalk-এর মতে, BSNL সম্প্রতি তার সেল্ফ-কেয়ার অ্যাপকে নতুন করে আপডেট করেছে। কোম্পানি এই অফারগুলি গ্রাহকদের প্ল্যাটফর্মের ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন: POCO আনছে কম দামের শক্তিশালী ফোন! সামনে এল লঞ্চের তারিখ সহ ডিজাইন এবং দাম
আসুন দেখে নেওয়া যাক BSNL এর কোন রিচার্জে কী অফার পাওয়া যাবে:
BSNL Plan 251: 28 দিনের ভ্যালিডিটির সাথে গ্রাহকরা বিনামূল্যে 70GB ডেটা এবং Zing Music সুবিধা পাবেন।
BSNL Plan 299: 30 দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 3GB ডেটা এবং প্রতিদিন 100 SMS অফার করা হচ্ছে।
BSNL Plan 398: 30 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল, 120GB হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।
BSNL Plan 499: 75 দিনের ভ্যালিডিটির সাথে বিএসএনএল টিউনস এবং GAMEIUM প্রিমিয়াম পরিষেবা সহ আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 SMS এর মতো সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে।
BSNL Plan 599: আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 3GB ডেটা, প্রতিদিন 100 SMS, আনলিমিটেড বিনামূল্যে রাতের ডেটা, Zing, PRBT, Astrotell এবং গেম অন সার্ভিস সহ 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
BSNL Plan 666: 105 দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 SMS, এছাড়া BSNL টিউনস, Astrotell এবং গেম অন সার্ভিস এর মতো সুবিধা থাকছে এই প্ল্যানে।
আরও পড়ুন: মাত্র 9999 টাকায় 5G Phone, ফোনে রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি