digit zero1 awards

BSNL Diwali Dhamaka: এবার এই টপ-আপ রিচার্জে 8.8% য়ের এক্সট্রা টকটাইম পান

BSNL Diwali Dhamaka: এবার এই টপ-আপ রিচার্জে 8.8% য়ের এক্সট্রা টকটাইম পান
HIGHLIGHTS

এই ফেস্টিভ সিজেনে BSNL তাদের গ্রাহদের জন্য দিওয়ালীর উপহার নিয়ে এসেছে আর গ্রাহকদের 8.8 % য়ের এক্সট্রা টকটাইপ দিয়েছে আর গ্রাহকরা এতে টকটাইম পাচ্ছে

সামনেই আরও একটি বড় ভারতীয় উৎসব দীপাবলি। আর এই সময়ে টেলিকম কোম্পানি গুলি গ্রাহকদের জন্য অফার নিয়ে আসছে। আর এবার BSNL তাদের গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। আর এই অফারের ইউজার্সরা 8.8% এক্সট্রা টক টাইম পাবেন।

আর আপনারা যদি BSNL য়ের প্রিপেড নম্বরে 80 টাকার টপ-আপ রিচার্জ করান তবে আপনারা মোট 80 টাকার ফুল টকটাইম পাবেন। আর এবার আপনারা 180 টাকার রিচার্জ করলে এভাবে 190 টাকার টক ভ্যালু পাবেন। আর সেখানে আপনারা 410 টাকায় 510 টাকার টপ আপ আর 440 টাকায় 555 টাকার টকটাইম দেওয়া হচ্ছে।

আপনাদের বলে রাখি যে টেলিকম কোম্পানি গুলি এই অফার একটি লিমিটেড সময়ের জন্য দিচ্ছে। আর এই অফারটি 25 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত বৈধ।

BSNL তাদের বাৎসরিক প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে

BSNL তাদের তিনটি বাৎসরিক প্ল্যানের বিষয়ে জানিয়েছে। এর মধ্যে 1,097 টাকার 1,699 টাকা আর 2,099 টাকার রিচার্জ আছে। আর এই বাৎসরিক প্রিপেড প্ল্যানের ‘রিচার্জ থেকে মুক্তি’ নাম দেওয়া হয়েছে। আর এই প্ল্যান গুলি 365 দিনের জন্য বৈধ।

আপনাদের বলে রাখি জে 1,097 টাকার রিচার্জে আপনারা আনলিমিটেড কলিং পাবেন আর এর মধ্যে কোন FUP লিমিট নেই। আর এছাড়া এই প্ল্যান মুম্বাই আর দিল্লির নম্বরের জন্য আনলিমিটেড কলিং নেই। আর এই প্ল্যানে 256GB ডাটা আপনারা বাৎসরিক বৈধতার সঙ্গে পাবেন।

আর আপনারা যদি 1,699 টাকার রিচার্জ করেন তবে এতে আপনারা প্রতিদিন 2GB ডাটা 2,099 টাকার প্ল্যানে 4GB ডাটা পাবেন/ আর এর সঙ্গে এতে আনলিমিটেড কলিং, আনলিমিটেড রোমিং, প্রতিদিন 100টি SMS আর ফ্রি কলিং সিংটোণ (PRBT) পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo