digit zero1 awards

BSNL এর নতুন ডাটা অফার প্ল্যন

BSNL এর নতুন ডাটা অফার প্ল্যন
HIGHLIGHTS

এই প্ল্যানটি 30 দিনের জন্য বৈধ

এতে প্রতিদিন 3GB ডাটা পাওয়া যাবে

টেলিকম কোম্পানি BSNL য়ের নতুন প্রিপেড প্ল্যান এসেছে যা 247 টাকার যা 30 দিনের বৈধতা অফার করে। আর এই নতুন STV 247 একটি আনলিমিটেড কম্বো প্ল্যান যা প্রতিদিন 3GB ডাটা দিচ্ছে। আর এই প্ল্যানে 186 টাকা আর 187 টাকার বাকি প্ল্যানের মতন যা দুদিনের বৈধতা দিচ্ছে। আর 186 টাকার এই প্ল্যানে আপনারা প্রতিদিন 3GB ডাটা, 250 ভয়েস মিনিট প্রতিদিন আর 100 টি SMS আছে আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের। আর 247 টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে 998 আর 1999 টাকার প্রিপেড প্ল্যান রিভাইজ করা হয়েছে। আর এই প্ল্যানে ইরোস নাও য়ের কন্টেন্ট পাওয়া যাচ্ছে।

247 টাকার প্ল্যানে 186 টাকার বা 187 টাকার প্ল্যানের মতন আছে আর নতুন প্ল্যানে দু দিনের বৈধতা আছে। আর এই নতুন প্ল্যানে মুম্বাই আর দিল্লির রোমিং এরিয়াতে MTNL য়ের জন্য ভয়েস কল আছে। আর BSNL গত বছর MTNL ইউজার্সদের জন্য আনলিমিটেড কলিং শুরু করেছিল আর এটি STV 247 র অংশ। আর এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিটের FUP লিমিট আছে।

STV 247 তে প্রতিদিন 3GB ডাটা পাওয়া যাবে আর এই ডাটা শেষ হলে পরে 80kbps য়ে চলবে। আর এই প্ল্যানে প্রতিদিন 100 টি SMS আছে আর এটি 30 দিনের জন্য বৈধ।

STV 247 ছাড়া 1999 টাকার প্ল্যানে দু মাসের জন্য ইরোস নাওয়ের কন্টেন্ট ফ্রি পাওয়া যাচ্ছে। আর 1999 টাকার অ্যানুয়াল রিচার্জে প্রিতিদন 3Gb ডাটা, আনলিমিটেড কল আর প্রতিদিনের 100 টি SMS আছে। আর এটি 365 দিনের জন্য বৈধ।

BSNL 998 টাকার প্ল্যানে 30 দিনের বৈধতা দিচ্ছে আর যা বেরে 270 দিনের হয়েছে। আর এক্সট্রা বৈধতা 6 জুন 2020 পর্যন্ত থাকবে। 998 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2Gb ডাটা পাওয়া যাচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo