BSNL এর সংশোধিত প্যাকে প্রতিদিন 1GB আর 1.5GB ডাটার বিকল্প পাওয়া যাচ্ছে
BSNL তাদের আনলিমিটেড কল আর ডাটা প্যাকের বৈধতা বাড়িয়ে দিয়েছে। নিজেদের প্রিপেড গ্রহাকদের খুসি করার জন্য BSNL 186 টাকা, 187 টাকা, 349 টাকা, 429 টাকা, 485 টাকা আর 666 টাকার প্যাকের বৈধতা বাড়িয়ে দিয়েছে।
এবার BSNL আনলিমিটেড কল, এসএমএস আর 1.5 জিবি অব্দি ডাটার বৈধতা 129 দিনের জন্য করেছে। BSNL এর এই পদক্ষেপে রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতায় এঁটে ওঠার একটি রাস্তা বলে মনে করা হচ্ছে।
সংশোধিত BSNL প্যাক 186, Rs. 187 এবার 28 দিনের জন্য প্রতিদিন 1GB ডাটা দিচ্ছে। আর সেখানে Rs. 349 ডাটা প্যাক 54 দিনের জন্য আর Rs. 429 ডাটা প্যাক 81 দিনের জন্য প্রতিদিন 1GB ডাটা অফার করে। আর সেখানে Rs. 485 আর Rs. 666’র প্যাকে প্রতিদিন 1.5GB ডাটার সঙ্গে ক্রমশ 90 দিন আর 129 দিনের বৈধতা দিচ্ছে।
এটাও দেখার জন্য বিএসএনএলের প্রত্যেকটি নতুন প্যাকে আনলিমিটেড লোকাল, এসটিডি আর রোমিং কল (মুম্বাই আর দিল্লি ছাড়া) 100টি SMS’র লিমিটও আছে। যা দেশের অন্যান্য টেলিকম কোম্পানি গুলির অফারেও দেখা যায়।
বিএসএনলের নতুন প্যাকের মতন রিলায়েন্স জিও 149 টাকার প্ল্যানে আনলিমিটেড লোকাল, এসটিডি আর রোমিং কলের সঙ্গে 28 দিনের জন্য প্রতিদিন 1GB ডাটা দিচ্ছে। আর এর সঙ্গে জিও 28 দিনের জন্য 198 টাকায় প্রতিদিন 1.5 GB ডাটা দিচ্ছে। আর সেখানে 498 টাকার প্যাকে 91 দিনের জন্য তাদের নতুন GSM মোবাইল পরিষেবা গ্রাহকদের 2GB’র ফ্রি ডাটা দেওয়ার জন্য প্রোমোশনাল অফারও নিয়ে এসেছিল।