BSNL জিও গিগা ফাইবারের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নিজেদের ব্রডব্যান্ড প্ল্যানে পরিবর্তন করেছে

Updated on 28-Aug-2018
HIGHLIGHTS

এই সময়ে BSNL য়ের এই পরিবর্তন শুধু চেন্নাই সার্কেলে পাওয়া যাচ্ছে কিন্তু কিছু দিনের মধ্যে ই সব প্ল্যান সারা দেশে এসে যাবে বলে অনুমান করা হচ্ছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের বেশ কিছু ব্রডব্যান্ড প্ল্যানে পরিবর্তন করেছে। এই প্ল্যান গুলি এই মুহূর্তে শুধু চেন্নাইতে পাওয়া গেলেও আগামী কিছু দিনের মধ্যে BSNL য়ের সারা দেশের সব সার্কেলে এই প্ল্যান পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। আসুন তবে এই প্ল্যান গুলি ও এদের পরিবর্তন গুলি একবার দেখে নেওয়া যাক।

875 টাকার প্ল্যান

আমরা প্রথমেই BSNL য়ের 875 টাকা প্ল্যানের বিষয়ে কথা বলব। এই প্ল্যানে আগে 10Mbps অফার করা হত আর এখন এই প্ল্যানে 20mBps স্পিড আর 800GB প্রতি FUP তে অফার করা হছে।   FUP লিমিট শেষ হলে ইউজার্সদের 2Mbps য়ে স্পিড লিমিট পাবে। ডাটা বেনফিট ছাড়া ভারতের সব নেটওয়ার্কে ভয়েস আর সিমিত সময়ের জন্য 2GB ইমেল স্পেস অফার করা হচ্ছে।

1199 টাকার প্ল্যান

BSNL য়ের জনপ্রিয় 1199 টাকার প্ল্যানে 20Mbps য়ের স্পিড প্রতি মাসে 1.1TB র FUP লিমিটে পাওয়া যাচ্ছে। আর FUP লিমিট শেষ হলে ইউজার্সরা 2Mbps য়্র স্পিড পাবে। আর এহছাড়া ভারতের যেকোন নেটওয়ার্নে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবে।

1025 টাকা আর 1091 টাকার প্ল্যানের অফার্স

1025 টাকার আর 1091 টাকার প্ল্যানে ইউজার্সরা 20Mbps ডাউনলোড স্পিড পাচ্ছে আর 1025 টাকার প্ল্যানে 900GB ডাটা FUP লিমিটে পাচ্ছে। লিমিট শেষ হলে স্পিড 2Mbps হবে। আর 1091 টাকার প্ল্যানে 1000GB ডাটা পাওয়া যাচ্ছে এক্ষেত্রেও FUP স্পিডের ন্যম একই।

Connect On :