BSNL “বাম্পার অফার” ভ্যালিডিটি বাড়িয়ে বেশি ডাটা দিচ্ছে
ভারত সঞ্চার নিগম লিমিটেড এই বিষয়ে অফিসিয়ালি জানিয়েছে জে তারা তাদের শক্তিশালী “বাম্পার অফার” য়ের ব্যালিডিটি ইউজার্সদের জন্য বৃদ্ধি করছে, ইউজার্সরা এই নতুন অফারের সুযোগ 1 ফেব্রুয়ারি থেকে পাওয়া শুরু করেছেন
বৈশিষ্ট্য
- BSNL অফিসিয়ালি এই বিষয়ে জানিয়েছে
- 1 ফেব্রুয়ারি থেকে নতুন প্ল্যান শুরু হয়েছে
- আগে এই অফারটি 31 জানুয়ারি পর্যন্ত বৈধ ছিল
ভারত সঞ্চার নিগম লিমিটেড মানে BSNL তাদের জনপ্রিয় ‘বাম্পার অফার’ য়ের বৈধতা আরও একবার এক্সটেন্ড করেছে। আর এই নতুন অফারে BSNL Bumper Offer যা 31 জানুয়ারি পর্যন্ত বৈধ ছিল তা এবার 30 এপ্রিপ্ল 2019 পর্যন্ত বৈধ হবে। আর এর সঙ্গে এবার ইউজার্সরা প্রতিদিন এক্সট্রা 2.2GB ডাটা পাবে। আর এর আগে তারা 2.1GB ডাটা পেতেন। আর আপনাদের জানিয়ে রাখি জে BSNL গত বছর মানে 2018 সালের সেপটেম্বরে এই বাম্পার অফার নিয়ে এসেছি। আর এই অফার লঞ্চ হওয়ার পর থেকে এক্সট্রা 2.2GB ডাটা দিত। আর সেখানে নতুন ইউজার্সদের জন্য এবার এক্সট্রা 2.1GB ডাটা দেওয়া হবে। আর BSNL এই বিষয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাম্পার অফার দিয়ে এই বিষয়ে জানিয়েছে।
এই প্ল্যানে BSNL বাম্পার অফার পাওয়া যাচ্ছে
আপনাদের বলে রাখি জে BSNL য়ের এই অফার 186 টাকা থেকে 2099 টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যানের জন্য বৈধ। আর গত বছর BSNL তাদের 1,699 টাকা আর 2099 টাকার দুটি প্ল্যানও এই বাম্পার অফারের সঙ্গে যুক্ত করেছিল। 186 টাকা, 429 টাকা, 485 টাকা, 666 টাকা, 1,699 টাকা আর 2,099 টাকার এই প্ল্যানে BSNL বাম্পার অফার পাওয়া যাচ্ছে।
BSNL রিচার্জ প্ল্যানের বৈধতাতে কোন পরিবর্তন করা হয়নি। 186 টাকার প্ল্যান 28 দিন, 429 টাকার প্ল্যান 81 দিন, 485 টাকার প্ল্যান 90 দিনের বৈধতা যুক্ত। আর এর সঙ্গে BSNL য়ের 1,699 টাকা আর 2,099 টাকার প্ল্যান 365 দিনের বৈধতার সঙ্গে এসেছে। আর সেখানে 999 টাকার প্ল্যান 181 দিনের বৈধতার সঙ্গে এসেছে। আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি জে এই প্ল্যান কেরালা ছাড়া সারা দেশের সব সার্কেলে পাওয়া যাবে।
BSNL বাম্পার অফারে কি পরিবর্তন করা হয়েছে
নতুন অফারে BSNL ইউজার্সদের 186 টাকার প্ল্যানে সর্বাধিক 3.2GB ডাটা, 429 টাকার প্ল্যান আর 999 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা দেবে। আর এর সঙ্গে 485 টাকার আর 666 টাকার প্ল্যানে প্রিতিদিন 3.7GB ডাটা, 1,699 টাকার প্ল্যানের সঙ্গে 4.2GB ডাটা দিচ্ছে। আর এর সঙ্গে 2,099 টাকার প্ল্যানে প্রতিদিন 6.2GB ডাটা পাওয়া যাচ্ছে।