digit zero1 awards

BSNL অফার করছে মাল্টি রিচার্জ প্ল্যান, এবার বারবার রিচার্জ থেকে মুক্তি

BSNL অফার করছে মাল্টি রিচার্জ প্ল্যান, এবার বারবার রিচার্জ থেকে মুক্তি
HIGHLIGHTS

BSNL টেলিকম সংস্থার মাল্টি রিচারজ প্ল্যানে যোগ হয়েছে আরও তিনটি প্রিপেইড প্যাক

99 টাকা, 319 টাকা এবং 666 টাকার প্রিপেইড প্যাককে এবার থেকে আগে রিচার্জ করা যাবে

কোনো প্ল্যান শেষ হবার আগেই পরের প্যাকগুলিকে আগে থেকে রিচারজ করার সুবিধা দেবে মাল্টি রিচার্জ সার্ভিস

BSNL টেলিকম সংস্থা নিজেদের মাল্টি রিচার্জ প্ল্যানকে নতুন করে গ্রাহকদের সামনে হাজির হয়েছে। জানা যাচ্ছে যে সরকারী মালিকানাধীন BSNL টেলিকম সংস্থার মাল্টি রিচার্জ প্ল্যানে যুক্ত হয়েছে আরও তিনটি প্যাক। এগুলি হল 99 টাকা, 319 টাকা এবং 666 টাকার প্রিপেইড প্যাক।

মাল্টি রিচার্জ প্ল্যানে মাধ্যমে ইউজারেরা তাদের কোনো প্রিপেইড প্যাক শেষ হওয়ার আগেই, পরের প্যাকের জন্য রিচার্জ করিয়ে রাখতে পারেন। আগের প্যাক শেষ হয়ে গেলে পরের নতুন প্ল্যান অ্যাক্টিভ হয়েছে কিনা তার কনফার্মেশন এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে ইউজারদের ফোনে।

BSNL মাল্টি রিচার্জ প্ল্যান-

99 টাকার প্ল্যান:

এই BSNL রিচারজ প্ল্যানে ইউজারেরা পাবেন আনলিমিটেড কলের সুবিধা। প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 22 দিন।

319 টাকার প্ল্যান:

এই প্ল্যানের ভ্যালিডিটি 75 দিন। BSNL ইউজারেরা এই প্যাকে পাবেন ফ্রি ডোমেস্টিক কলের বেনিফিট।

666 টাকার প্ল্যান:

এই BSNL প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 2GB হাই-স্পিড ডেটা বেনিফিট। এছাড়া থাকবে প্রতিদিন ফ্রি 100 এসএমএসের সুবিধা। এই প্ল্যানে দেওয়া হবে BSNL Tunes এবং Zing অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

এই মাল্টি রিচারজ ফেসিলিটির মাধ্যমে ইউজারদের বারবার রিচারজ করার ঝক্কি পোহাতে হবে না। ইউজার চাইলে দুটি একই দামের প্রিপেইড প্ল্যানকে ভবিষ্যতের জন্য রিচারজ করিয়ে রাখতে পারেন।

এখনো পর্যন্ত BSNL সংস্থার যে সমস্ত মাল্টি রিচার্জ প্ল্যান রয়েছে তা হল-

• 100 টাকার মধ্যে রয়েছে- 97 টাকা, 98 টাকা, 99 টাকার প্যাক।

• 200 টাকার মধ্যে রয়েছে- 118 টাকা, 153 টাকা, 187 টাকা, 198 টাকা, 199 টাকার প্যাক।

• 200- 1000 টাকার মধ্যে রয়েছে- 247 টাকা, 319 টাকা, 399 টাকা, 429 টাকা, 485 টাকা, 599 টাকা, 666 টাকা, 997 টাকা, 999 টাকার প্ল্যান।

এখনো পর্যন্ত টেলিকম সংস্থা ভোডাফোন- আইডিয়া (Vi) অ্যাডভান্সড রিচারজের কোনো সুবিধা নিয়ে আসেনি। রিলায়েন্স জিও (Reliance Jio) ইউজারদের কোনো প্ল্যান শেষ হবার আগে থেকেই পরের প্ল্যানের জন্য রিচারজ করার সুযোগ দেয়। এয়ারটেল এক- একটা প্ল্যানের জন্য একেকবার পেমেন্টের বদলে একেবারে পেমেন্ট করার সুযোগ দেয়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo