সরকারী টেলিকম কোম্পানি BSNL তার সস্তা রিচার্জ প্ল্যান দিয়ে টেলিকম মার্কেটে জনপ্রিয় হয় উঠেছে। সম্প্রতি প্রাইভেট টেলিকম কোম্পানিরা Jio, Airtel এবং Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। অন্যদিকে ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের সস্তা দামে রিচার্জ প্ল্যান অফার করছে। বিএসএনএল গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ রয়েছে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল শীঘ্রই সারা দেশে তার 4G সার্ভিস শুরু করতে চলেছে। আসলে বিএসএনএল তার প্রিপেইড প্ল্যানের তালিকায় একটি নতুন সস্তা এবং কম দামি প্ল্যান যোগ করেছে। আমরা এখানে বিএসএনএল এর এমন একটি প্ল্যান সম্পর্কে বলবো।
বিএসএনএল এই সস্তা রিচার্জ প্ল্যানে 45 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। গ্রাহকরা এতে আনলিমিটেড কলিং, এসএমএস এবং ডেটা মতো সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর এই রিচার্জের দাম কত।
45 দিনের ভ্যালিডিটি সহ বিএসএনএল এর রিচার্জ প্ল্যানটি 249 টাকায় কেনা যাবে। এই প্ল্যানে 45 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে।
ডেটার ক্ষেত্রে বিএসএনএল এর এই রিচার্জে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 40kbps হয় যাবে। এছাড়া এই রিচার্জে গ্রাহকরা 100 ফ্রি এসএমএস এর সুবিধা পাবেন।
অন্যান্য কোম্পানির তুলনায় বিএসএনএল আপনাকে 250 টাকার কম খরচে 45 দিনের ভ্যালিডিটি অফার করে। পাশাপাশি, বাকি টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল এবং ভোডাফোন এই দামে মাত্র 28 দিনের ভ্যালিডিটি অফার করছে।
আরও পড়ুন: CMF Phone 1 vs Moto G85 5G: 20,000 টাকার কম দামে সেরা স্মার্টফোন কোনটি জানুন স্পেক্স এবং ফিচার