BSNL ইতিমধ্যেই 4G রোল আউট করতে শুরু করে দিয়েছে। 200-টির বেশি শহরে এই পরিষেবা পৌঁছে দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা।
তিন মাসের ট্রায়ালের পর এটি প্রতিদিন 200-টি জায়গায় এই 4G পরিষেবা চালু করবে। এমনটাই বুধবার কেন্দ্রীয় আইটি এবং কমিউনিকেশন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব জানালেন। আর আগামী নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই 5G পরিষেবা চালু করে দেবে BSNL।
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ভারতে ইতিমধ্যেই তাঁর 4G এবং 5G স্ট্যাক তৈরি করে ফেলেছেন। আর সেটা ডিপ্লোয় করা শুরুও হয়ে গিয়েছে। চণ্ডীগড় থেকে দেহরাদুনের 200-টি জায়গায় এটি ইন্সটল করা হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই পরিষেবা সেখানে চালু করে দেওয়া হবে।
https://twitter.com/AshwiniVaishnaw/status/1661425797360680961?ref_src=twsrc%5Etfw
টাটা কনসালটেন্সি সার্ভিস এবং আইটিআই লিমিটেডের সঙ্গে হাত মিলিয়ে BSNL ইতিমধ্যেই 19,000 কোটি টাকার সরঞ্জাম কিনে ফেলেছে এই 4G পরিষেবা দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য। 1.23 লাখ সাইটে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
অশ্বিনী বৈষ্ণব তাঁর বক্তব্যে আরও জানিয়েছেন যে দেশবাসী নাকি রীতিমত চমকে যাবে 4G দেওয়ার পরিষেবা দেখে। BSNL নাকি এতটাই দ্রুত গতিতে গোটা ভারত জুড়ে 4G পৌঁছে দেবে। BSNL- এর এই পরিষেবা প্রাথমিক ভাবে 4G -এর মতো কাজ করবে বলেও জানান তিনি যেটা কিনা এই বছরেরই নভেম্বর ডিসেম্বর নাগাদ একটা ছোট সফটওয়্যার অ্যাডজাস্টমেন্ট করে 5G -তে আপগ্রেড করে দেওয়া হবে।
আরও পড়ুন: 400 টাকা কম দামে Jio Airtel Vi BSNL এর সেরা রিচার্জ প্ল্যান, কলিং থেকে ডেটা রয়েছে একগুচ্ছ সুবিধা
ভারতে ইতিমধ্যেই 2,00,000 জায়গায় 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। গঙ্গোত্রীতেও এই পরিষেবা চালু হল। অশ্বিনী বৈষ্ণব উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে এটির উদ্বোধন করেন। তিনি এই বিষয়ে বলেন গোটা পৃথিবী চমকে গেছে ভারতে যে হারে 5G ডিপ্লয় হচ্ছে সেটা দেখে। এখন তো চারধামেও উপলব্ধ হয়ে গেল 5G।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আগেই বলেই দিয়েছেন 5G পরিষেবার ক্ষেত্রে ভারত নজির গড়ে দেখাবে। একই সঙ্গে 6G পরিষেবার ক্ষেত্রে গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে।
অক্টোবর 1, 2022 সালে ভারতে 5G পরিষেবা প্রথমবারের জন্য চালু করা হয়। তার মাত্র 5 মাসের মধ্যে 1 লাখ জায়গায় এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। আর পরের 1 লাখ? মাত্র 3 মাসেই! কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে বলেন চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে আশা করছি ভারতের 3 লাখের বেশি জায়গায় 5G পরিষেবা পৌঁছে যাবে।
আরও পড়ুন: 150 টাকার কম দামে Jio এর 3 সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং ডেটা সহ একগুচ্ছ সুবিধা
চারধামে 5G পরিষেবা চালু করে তিনি বলেন এবার বর্ডার এরিয়াও মোবাইল কানেকটিভিটির মাধ্যমে যুক্ত থাকবে। উত্তরাখণ্ডের উঁচু পর্বতাঞ্চলেও দ্রুত গতির ইন্টারনেট পাওয়ার যে আশা অনেকের ছিল সেটা অবশেষে পূরণ হল। তাঁর মতে এই পরিষেবার সাহায্যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে আরও দ্রুত গতিতে কাজ করা, ত্রাণ পাঠানো সম্ভব হবে।