BSNL-এর 4G রিচার্জের জন্য 100 টাকার মধ্যে প্ল্যান খুঁজছেন? তালিকায় রাখুন এইগুলো
BSNL দেশে তাদের 4G পরিষেবা চালু করে দিয়েছে
2023-এর আরও শহরে এই পরিষেবা চালু করে দেবে BSNL
এর মধ্যে এমন একাধিক প্ল্যান আছে যেগুলো 100 টাকার মধ্যে
Bharat Sanchar Nigam Limited বা BSNL -এর তরফে ইতিমধ্যেই 4G পরিষেবা চালু করে দেওয়া হয়েছে দেশের একাধিক শহরে। 2023 সালের দ্বিতীয় ভাগের মধ্যে এটি আরও বহু শহরে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তার মধ্যেই এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা একাধিক 4G প্ল্যান নিয়ে এসেছে। আর এর মধ্যে এমন একাধিক প্ল্যান আছে যেগুলোর দাম 100 টাকার মধ্যে। এখন প্রাইভেট কোম্পানির এই বাড়তে থাকা প্ল্যান গুলোর মধ্যে BSNL এর এই সস্তার প্ল্যান গ্রাহকদের অনেকটাই সস্তি দেবে। আপনি যদি এমন অঞ্চলে থাকেন যেখানে BSNL 3G বা 4G পরিষেবা উপলব্ধ আছে তাহলে আপনি এই নিম্নলিখিত প্ল্যান গুলো রিচার্জ করতে পারেন।
100 টাকার মধ্যে BSNL এর প্ল্যান
মনে রাখবেন এই প্ল্যান গুলো যে 4G প্ল্যানের সেটা নাও হতে পারে। তবে আপনি যদি 4G উপলব্ধ আছে BSNL- এর এমন জায়গায় থাকেন তাহলে সেই পরিষেবা পাবেন। সেটা না হলে আপনি 2G বা 3G পরিষেবা পাবেন। দেখে নিন সেগুলো কী কী।
16 টাকার প্ল্যান: এই লিস্টে প্রথমে থাকবে 16 টাকার প্ল্যান। এখানে মিলবে 1 দিনের বৈধতা সহ 2 GB ডেটা। যাঁরা একদিনের জন্য বেশি ডেটা চান তাঁদের জন্য উপকারী হবে এই ডেটা।
94 টাকার প্ল্যান: এই প্ল্যানে মিলবে 30 দিনের বৈধতা সহ 200 মিনিটের ভয়েস কলিং এবং 3 GB ডেটা।
97 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 15 দিনের, সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং সহ রোজ 2 GB ডেটার সুবিধা। প্রতিদিনের হাইস্পিড ডেটা ফুরিয়ে গেলে স্পিড কমে 40KBPS হয়ে যাবে।
98 টাকার প্ল্যান: এখানে 22 দিনের বৈধতা সহ রোজ 2 GB ডেটা মিলবে। তবে এখানে কোনও কলিং সুবিধা থাকবে না। দৈনিক ডেটা ফুরিয়ে গেলে স্পিড 40 KBPS এ কমে যাবে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile