এবার BSNL তাদের এই প্ল্যানে 455 দিনের বৈধতা দিচ্ছে

এবার BSNL তাদের এই প্ল্যানে 455 দিনের বৈধতা দিচ্ছে
HIGHLIGHTS

1,699 টাকার প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে 455 দিনের বৈধতা

নতুন গ্রাহকরা 106 টাকা আর 107 টাকার প্ল্যান পাবেন

BSNL এবার একটি নতুন ফেস্টিভ অফার প্ল্যান নিয়ে এসেছে , এই প্ল্যানে বর্তমান গ্রাহকরা দারুন অফার পাবেন। আর এই অফারে 1,699 টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা 455 দিনের করা হয়েছে। আর এর সঙ্গে কোম্পানি তাদের নতুন গ্রাহকদের জন্য 106 টাকা আর 107 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে।

BSNL গ্রাহকদের জন্য 106 টাকা আর 107 টাকার নতুন প্রিপেড প্ল্যান এনেছে আর এতে গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা আর আনলিমিটেড ভয়েস কল পাচ্ছেন আর এতে 24 দিনের বৈধতা আছে।

আমরা যদি 187 দিনের আর 186 টাকার প্রিপেড প্ল্যান দেখি তবে 187 টাকার ট্যারিফ ভাউচারের বৈধতা 28 দিনের। আর গ্রাহকরা 250 টি লোকাল আর ন্যাশানাল মিনিটের সুবিধা পাবেন আর এতে ন্যাশানাল রোমিং আছে। আর আপনাদের জানিয়ে রাখি যে গ্রাহকরা মুম্বাই দিল্লির এই সুবিধা পাবেন। 187 টাকার STV গ্রাহকরা প্রতিদিন 3GB ডাটা পাবে।

আর এবার যদি আমরা 186 টাকার প্ল্যানের বিষয়ে বলি তবে এটি 187 টাকার প্ল্যানেরত মতনই। তবে এই প্ল্যানে একটু পরিবর্তন দেখা গেছে। এটি 28 দিনের বৈধতা যুক্ত যা 2GB র বদলে প্রতিদিন 3GB ডাটা অফার করবে। আর FUP লিমিট শেষ হলে স্পিড কমে 40Kbps পর্যন্ত হবে।

Digit Hindi

Digit Hindi

Ashwani And Aafreen is working for Digit Hindi, Both of us are better than one of us. Read the detailed BIO to know more about Digit Hindi View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo