টেলিকম সেক্টারে সরকারী কোম্পানি BSNL এর বাজারে একছত্র রাজ চলছে। সম্প্রতি Jio,Airtel এবং Vodafone Idea তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি পেতে গ্রাহকরা বিএসএনএল এর দিকে শিফট করছে। এখন ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জ প্ল্যান দিয়ে জিও এবং এয়ারটেল কে টেক্কা দিচ্ছে।
প্রাইভেট কোম্পানির রিচার্জ প্ল্যানগুলি দামি হওয়ার পরে বিএসএনএল তার পোর্টফলিও আপডেট করেছে। কোম্পানি এখনও তার গ্রাহকদের পুরনো দামেই প্ল্যান দিচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড কম দামে একগুচ্ছ অফার দিচ্ছে।
আরও পড়ুন: 8000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G ফোন, 50MP ক্যামেরা এবং 12 জিবি RAM রয়েছে
বিএসএনএল এর যেই রিচার্জ প্ল্যানের কথা আমরা বলছি সেটি হল 447 টাকার সস্তা প্ল্যান। এই প্ল্যানে বিএসএনএল গ্রাহকরা 60 দিনের ভ্যালিডিটি অফার করছে। এই দামে এত বেশি ভ্যালিডিটি আরও কোনো কোম্পানি অফার করে না।
গ্রাহকরা পুরো 60 দিন পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা পাবেন। এছাড়া এতে প্রতিদিন 100 SMS ফ্রি পাওয়া যাবে।
ডেটার কথা বললে, এই রিচার্জে 100 জিবি ডেটা দেওয়া হয়। যা প্রতিদিনের হিসেবে 3 জিবি করে ডেটা হবে।
এছাড়া গ্রাহকদের অন্যান্য সুবিধা দেওয়া হবে। এতে বিএসএনএল টিউন্স এবং ইরোজ নাও এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।
আরও পড়ুন: New Realme Smartphone: 512GB স্টোরেজ, 50MP ক্যামেরা সহ রিয়েলমি পি2 প্রো 5জি লঞ্চ, জানুন দাম কত