Jio, Airtel কে টেক্কা দিতে BSNL নিয়ে হাজির 425 দিনের ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ, মিলবে প্রতিদিন 3GB ডেটা

Jio, Airtel কে টেক্কা দিতে BSNL নিয়ে হাজির 425 দিনের ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ, মিলবে প্রতিদিন 3GB ডেটা
HIGHLIGHTS

BSNL এর নতুন 425 দিনের প্ল্যান

Jio এবং Airtel কে দেবে টেক্কা

দেশের কোনও টেলিকম সংস্থা এত দীর্ঘ ভ্যালিডিটি প্ল্যান (long term plan) অফার করেনি

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) 425 দিনের দীর্ঘ ভ্যালিডিটির একটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান (BSNL new broadband plan) লঞ্চ করেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এখন পর্যন্ত দেশের কোনও টেলিকম সংস্থা এত দীর্ঘ ভ্যালিডিটি প্ল্যান (long term plan) অফার করেনি।

BSNL RS 2399 PLAN

Validity: 425 days

BSNL-এর এই প্ল্যানের দাম 2399 টাকা যা 425 দিনের ভ্যালিডিটির সাথে আসে। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 3GB ডেটা, প্রতিদিন 100টি SMS, বিনামূল্যে PRBT সহ আনলিমিটেড গান প্রতিস্থাপন বিকল্প এবং বিনামূল্যে EROS Now সাবস্ক্রিপশন।

আরও পড়ুন: BSNL এর ধামাকা অফার, প্রতিদিন 5GB ডেটা সহ মিলবে 84 দিনের ভ্যালিডিটি

bsnl 425 days validity plan

BSNL RS 1499 PLAN

Validity: 365 days

BSNL-এর এই প্ল্যানের দাম 1499 টাকা এবং এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই প্রিপেইড প্ল্যানে ইউজাররা মোট 24GB ডেটা পাবেন। প্ল্যানের আওতায়, প্রতিদিন 100 SMS পাওয়া যায়। BSNL রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের ফ্রি সুবিধাও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Jio, Airtel ও Vi: 28 দিনের প্রিপেইড প্ল্যানে কোনটা সস্তা, কে দিচ্ছে বেশি সুবিধা?

BSNL RS 1999 PLAN

Validity: 365 days

এই রিচার্জটি 1999 টাকা দামে আসে এবং এর ভ্যালিডিটি 365 দিন। প্ল্যানটি 600GB হাই-স্পিড ডেটা (ডেটা শেষ হওয়ার পরে 80kbps), আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS, বিনামূল্যে PRBT সহ আনিমিটেড গান পরিবর্তন বিকল্প এবং EROS Now-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে।

bsnl long term validity plan

আরও পড়ুন: Jio-Airtel-Vi সবই ফেল! 197 টাকার প্ল্যানে 150 দিনের ভ্যালিডিটি, সাথে প্রতিদিন 2GB ডেটা এবং কলিং

BSNL RS 999 PLAN

Validity: 240 days

BSNL-এর এই রিচার্জ প্ল্যানের দাম 999 টাকা এবং এর ভ্যালিডিটি 240 দিন এবং এটি 2 মাসের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং বিনামূল্যে PRBT অফার করবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo