রিলায়েন্স জিও কে টেক্কা দিতে BSNL মাত্র 83 পৈসা তে দেবে 1GB ডাটা

Updated on 14-Sep-2016
HIGHLIGHTS

রিলায়েন্স জিও বিশ্বের সবচে সস্তা 4G নেট জিও লঞ্চ করে পুরো দেশে হল্লা মাচিয়ে দিয়েছে, ওখানেই এখন এয়ারটেল, BSNL ও এই প্রতিযোগিতায়ে এক-অপর কে টেক্কা দিতে সস্তা ইন্টারনেট প্যাক নিয়ে এসছে.

রিলায়েন্স জিও বিশ্বের সবচে সস্তা 4G নেট জিও লঞ্চ করে পুরো দেশে হল্লা মাচিয়ে দিয়েছে, ওখানেই এখন এয়ারটেল, BSNL ও এই প্রতিযোগিতায়ে এক-অপর কে টেক্কা দিতে সস্তা ইন্টারনেট প্যাক নিয়ে এসছে. রিলায়েন্স জিও কে টেক্কা দিতে BSNL মাত্র 83 পৈসা তে দেবে 1GB ডাটা.

আরও দেখুন : বাজারে ইউনিক ফিচার সহ তিনটি নতুন বাজেট স্মার্টফোন নিয়ে এল লেনোভো

টেলিকম সেক্টরে যেন একের পর এক ঝড় উঠছে। রিলায়েন্স জিও-র 4G ডেটা অফার ঘোষণার পর অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও প্রতিযোগিতায় নেমে পড়েছে। কিছুদিন আগেই রিলায়েন্স কর্নধার মুকেশ অম্বানি জিও 4G সার্ভিসে বিনামূল্যে ভয়েস কল এবং ডেটা ট্যারিফের ঘোষণা করে। রিলায়েন্সের এই অফার ঘোষণার পর অন্যান্য টেলিকম কোম্পানিগুলি যেমন এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এবং বিএসএনএলও তাদের ডেটা ট্যারিফ অনেক কমিয়ে দিয়েছে।.

ডেটা ট্যারিফের এই প্রতিযোগিতায় এবার ময়দানে নেমে পড়েছেন মুকেশ অম্বানির ভাই অনিল অম্বানিও। রিলায়েন্স কমিউনিকেশন এবার নিয়ে এসেছে প্রিপেড জিএসএম সাবস্ক্রাইবারদের জন্য নতুন অফার। এই অফারে গ্রাহকেরা ৪০ টাকায় রিচার্জ করে পেয়ে যাবেন 1 GB ডেটা এবং ফুল টক-টাইম। এই অফার ২০ দিনের জন্য বৈধ।

আরও দেখুন : মাইক্রোসফট এই ডিসেম্বর থেকে বন্ধ করতে চলেছে লুমিয়া স্মার্টফোন

আরও দেখুন : Zen এডমায়র স্টার অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর সং লঞ্চ, মুল্য Rs.3,290

 

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :