সম্প্রতি প্রাইভেড কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea এর তরফে ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে
BSNL এর কাছে 153 টাকা রিচার্জ প্ল্যান রয়েছে যা আনলিমিটেড কলিং অফার করে
বিএসএনএল এর 153 টাকার প্ল্যানে গ্রাহকরা 26 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে
সরকারী টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের কম খরচে দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার করছে। সম্প্রতি প্রাইভেড কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea এর তরফে ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই মোবাইল ইউজাররা বিএসএনএল সিম নিতে ছুটছে। শুধু তাই নয়, BSNL 4G পরিষেবাও সারা দেশে শীঘ্রই রোলআউড হওয়া শুরু হবে।
আমরা এখানে বিএসএনএল এর এমন একটি রিচার্জ প্ল্যানের কথা বলবো যা মাত্র 153 টাকায় আসে। তবে বলে দি যে এই রিচার্জ প্ল্যানটি পশ্চিম বাংলা এবং কলকাতার ইউজারদের জন্য অফার করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল 153 টাকার প্ল্যানে কী সুবিধা দেওয়া হচ্ছে।
গ্রাহকদের ডেটা হিসেবে পুরো ভ্যালিডিটিতে মোট 26 জিবি ডেটা দেওয়া হবে।
শুধু তাই নয়, 100 SMS প্রতিদিন পাওয়া যাবে।
অতিরিক্ত সুবিধা হিসেবে এতে BSNL Tunes, Hardy Games, Arena Games, Gameon Astrotell, Gameium, Lystn Podocast, Zing Music, WOW Entertainment এর মতো সুবিধা থাকছে।
Jio এর সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 198 টাকা
বলে দি যে জিও তার পোর্টফলিওতে আনলিমিটেড কলিং সহ মাত্র 14 দিনের ভ্যালিডিটি অফার করছে 198 টাকায়।
গ্রাহকরা এতে 198 টাকার খরচে আনলিমিটেড কলিং, প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা পাবন। সেই হিসেবে মোট 28 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া থাকছে 100 এসএমএস প্রতিদিন।
অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাস্ক্রিপশন পাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.