BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান! 99 টাকার মাসের খরচে মিলবে ডেটা এবং কলিং সুবিধা

BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান! 99 টাকার মাসের খরচে মিলবে ডেটা এবং কলিং সুবিধা
HIGHLIGHTS

BSNL এর কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যা এক বছরের ভ্যালিডিটি অফার করে

এই প্ল্যানে গ্রাহকরা 12 মাস অর্থাৎ 365 দিনের মেয়াদ পাবেন

12 মাস পর্যন্ত প্রতি মাসে গ্রাহকরা 3GB ডেটা, 30 মিনিট ভয়েস কলিং এবং 300 SMS সুবিধা পাবেন

টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সময়ে সময়ে বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার  করে। সরকারী টেলিকম কোম্পানি BSNL একবার আবার তার গ্রাহকদের খুশি করতে একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হয়েছে।

12 মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে এই প্ল্যানে

BSNL এর কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যা এক বছরের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানের দাম 1,198 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা 12 মাস অর্থাৎ 365 দিনের মেয়াদ পাবেন। এই প্ল্যানে একগুচ্ছ দুর্দান্ত সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পডুন: Realme লঞ্চ করল 10,000 টাকার সস্তা দামের স্মার্টফোন, ফোনে রয়েছে iPhone 14 Pro এর মতো ফিচার

BSNL-recharge

3GB ডেটা থাকছে এই প্ল্যানে

BSNL 1198 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 12 মাস পর্যন্ত 3GB ডেটা অফার করা হচ্ছে। এছাড়া থাকছে 300 SMS এর সুবিধা।

ভয়েস কলিং সুবিধা মিলবে

BSNL গ্রাহকদের প্রতি মাসে 300 মিনিট ভয়েস কলিং সুবিধা দেওয়া হচ্ছে। তবে কোম্পানি এই সমস্ত সুবিধা মাসে-মাসে গ্রাহকদের দেবে। অর্থাৎ 12 মাস পর্যন্ত প্রতি মাসে গ্রাহকরা 3GB ডেটা, 30 মিনিট ভয়েস কলিং এবং 300 SMS সুবিধা পাবেন।

BSNL-plan

প্রতি মাসের খরচ হিসাবে দেখলে গ্রাহকদের 99 টাকার খরচ পরবে।

আরও পডুন: Pixel 7a থেকে Poco F5: 2023-এর মে মাসে লঞ্চ হওয়া যে 5 ফোন আপনার নজর কাড়বেই

BSNL 999 টাকার প্ল্যান

BSNL এর কাছে 1000 টাকার কম দামেরও একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড লোকল এবং STD কলিং সুবিধা দেওয়া হয়ে। এছাড়াও থাকছে একগুচ্ছ সুবিধা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo